কুষ্টিয়ায় বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন
কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫। সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পরিসংখ্যান বিভাগের প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ। সভায় বক্তারা পরিসংখ্যানের ভূমিকা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নির্ভুল তথ্যের গুরুত্ব, এবং উন্নয়ন পরিকল্পনায় তথ্য-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যান উন্নয়নের মেরুদন্ড। তথ্যের স্বচ্ছতা ও মানোন্নয়ন নিশ্চিতের মাধ্যমে আমরা একটি তথ্যভিত্তিক প্রশাসন গড়ে তুলতে পারি। সকালে দিবসটি দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালী বের হয়ে কালেক্টরেট চত্তর প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
Leave a Reply