কাগজ প্রতিবেদক ॥ রাষ্ট্র মেরামতের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তারই ধারাবাহিকতায় দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ২০ অক্টোবর (সোমবার) বিকেলে কুষ্টিয়া-৩ (সদরের) পাটিকাবাড়ি ইউনিয়ন ও গোস্বামী দুর্গাপুরের বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া-৩ (সদর) আসনে জনগণের আস্থার প্রতীক, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালাম, বর্তমান সভাপতি আলফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক নুর উদ্দিন, পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক সবুজ বিশ্বাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় সোহরাব উদ্দিন বলেন, “রাষ্ট্র মেরামতের এই আন্দোলন শুধু বিএনপির নয়, এটি দেশের সকল নাগরিকের মুক্তির আন্দোলন।
Leave a Reply