এনএনবি : রাশিয়ার গুরুত্বপূর্ণ ওরেনবুর্গ গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেইন। এতে বিশ্বের অন্যতম বৃহত্তম এ গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে আগুন ধরে গেছে বলে অঞ্চলটির গভর্নর জানিয়েছেন। রোববার গভর্নর ইয়েভগেনি সলন্তসেভ নিজের দাপ্তরিক টেলিগ্রাম চ্যানেলে জানান, হামলায় কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হলেও এর কোনো কর্মী আঘাত পাননি। ড্রোন হামলায় কেন্দ্রটির একটি ওয়ার্কশপে আগুন ধরে যায়। জরুরি পরিষেবা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রয়টার্স জানিয়েছে, এই প্রথম ওরেনবুর্গ গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সের অংশ গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রটিতে হামলা হয়েছে বলে জানানো হল। গ্যাজপ্রমের উৎপাদন ও প্রক্রিয়াকরণ কারখানাগুলোও এই ওরেনবুর্গ গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সের অন্তর্ভুক্ত। ওরেনবুর্গ অঞ্চলের এই কেন্দ্রটির বার্ষিক গ্যাস উৎপাদনের ক্ষমতা ৪ হাজার ৫০০ কোটি ঘনমিটার। এই কেন্দ্রটিতে ওরেনবুর্গ তেল ও গ্যাস ক্ষেত্র এবং কাজাখস্তানের কারাচাগানাগ ক্ষেত্র থেকে আসা গ্যাসকে প্রক্রিয়ার মাধ্যমে ঘনীভূত করা হয়। রাশিয়ার সামারা অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশেভ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, রাতে তার এলাকায় হানা দেওয়া ইউক্রেইনীয় ড্রোনগুলোর বিরুদ্ধে এয়ার ডিফেন্স ব্যবস্থা নিয়েছে, তবে এতে কিছু সময়ের জন্য স্থানীয় বিমানবন্দরের কার্যক্রম ও মোবাইল ইন্টারনেট পরিষেবা বিঘিœত হয়।
ইউক্রেইন এর আগেও সামারা অঞ্চলের একটি তেল শোধনাগারে আঘাত হানার চেষ্টা করেছিল। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ৪৫টি ইউক্রেইনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এগুলোর মধ্যে ১২টি ছিল সামারা অঞ্চলে, ১১টি সারাটোভ অঞ্চলে এবং একটি ওরেনবুর্গ অঞ্চলে।
অগাস্ট থেকে রাশিয়ার তেল শোধনাগার ও অন্য জ্বালানি স্থাপনাগুলোতে হামলা বৃদ্ধি করেছে ইউক্রেইন। এর মাধ্যমে তারা রাশিয়ার পেট্রল সরবরাহে বিঘœ ঘটিয়ে মস্কোকে তহবিল থেকে বঞ্চিত করার চেষ্টা চালাচ্ছে।
Leave a Reply