আলমডাঙ্গা ব্যুরো ॥ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রাম স্বাধীনতার পর থেকে আজ অবধি যেন উন্নয়ন নামক শব্দটি এ গ্রামকে স্পর্শই করেনি। গ্রামের প্রধান সড়ক ও একমাত্র মসজিদে যাওয়ার পথটি বছরের পর বছর সংস্কারহীন অবস্থায় পড়ে থাকায় সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। গ্রামের মানুষের ভাষায়, “নির্বাচনের আগে জনপ্রতিনিধিদের প্রতিশ্র“তি যতটা জোরালো, নির্বাচনের পর ততটাই নীরব তাদের ভূমিকা।” গ্রামের প্রধান সড়কটি এখন কাদা-পানি আর ভাঙা কংক্রিটের স্তূপে ভরা। বর্ষার মৌসুমে এই কাদা রাস্তা পাড়ি দেওয়া মোটরসাইকেল, রিকশা-ভ্যান তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করাও হয়ে পড়ে দুরূহ। স্কুলে যাওয়া শিশু-কিশোর থেকে শুরু করে মসজিদে নামাজে যাওয়া মুসল্লিদের প্রতিদিনই পোহাতে হচ্ছে এই দুর্ভোগ। ২০১৭ সালে আসাননগর–বকসীপুর সংযোগস্থলে কুমার নদের ওপর একটি ব্রীজ নির্মাণ করা হলেও আশপাশের রাস্তা সংস্কারের উদ্যোগ না নেওয়ায় তা এখন প্রায় অকেজো অবস্থায় পড়ে আছে। ফলে গ্রামবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন থেমে আছে কাগজে কলমে। অবহেলিত এই গ্রামটি রাজনৈতিক সুবিধা থেকে বঞ্চিত থাকার কারণে স্থানীয় কোনো উন্নয়ন প্রকল্পে বরাদ্দ পায়নি বলে অভিযোগ করেছেন গ্রামবাসী। তাই নিজেদের উদ্যোগেই রাস্তাঘাট ঠিক রাখার চেষ্টা করেছেন এলাকার তরুণরা। কখনও ইটের সুরকি, কখনও বালি ফেলে সাময়িক সমাধানের পথ খুঁজেছেন তারা। কিন্তু বড় কাজের ব্যয়ভার সাধারণ মানুষের পক্ষে বহন করা সম্ভব নয়। গ্রামের মাঝামাঝি স্থানে একজন আমেরিকান প্রবাসীর ব্যক্তিগত উদ্যোগে একটি বৃদ্ধাশ্রম নির্মাণ করা হলেও রাস্তাঘাটের করুণ অবস্থার কারণে এখনো সেটি কার্যকর করা সম্ভব হয়নি। ফলে মানবিক এই উদ্যোগটিও আটকে আছে অবকাঠামোগত দুর্বলতায়। গ্রামবাসীর অভিযোগ, প্রতি নির্বাচনে জনপ্রতিনিধিরা আসাননগরে এসে রাস্তাঘাট সংস্কারের প্রতিশ্র“তি দেন। কিন্তু ভোট শেষ হলেই সব প্রতিশ্র“তি হারিয়ে যায় বাতাসে। বরং অনেক সময় ভিন্ন রাজনৈতিক অবস্থানের কারণে উল্টো হুমকি-ধামকিও শুনতে হয় স্থানীয়দের। এ বিষয়ে কালিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল হক মিকার সঙ্গে কথা বলা হলে তিনি বরাবরের মতো আশ্বাস দেন বলে জানালেন স্থানীয়রা। কিন্তু সেই আশ্বাস কোনোদিনই বাস্তবে রূপ নেয়নি। দীর্ঘ পাঁচ দশক পরও আসাননগর গ্রামে উন্নয়নের ছোঁয়া না লাগায় হতাশ স্থানীয়রা। তাদের দাবি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে রাস্তার সংস্কার কাজ শুরু হোক। গ্রামবাসীর ভাষায়, “আমরা আর প্রতিশ্র“তি চাই না, চাই কাজ। আলোর দেখা যেন ফিরে আসে আমাদের আসাননগরে।” উল্লেখ্য, আসাননগর গ্রামের রাস্তাটি সংস্কার হলে শুধু স্থানীয়দের ভোগান্তিই লাঘব হবে না, আশপাশের এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও উন্নত হবে—যা গ্রামীণ অর্থনীতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply