এনএনবি : দোহায় শান্তি আলোচনায় অংশ নিতে আফগানিস্তানের একটি উচ্চপদস্থ প্রতিনিধিদল কাতার রওনা হয়েছে বলে জানিয়েছেন আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। দুই প্রতিবেশীর মধ্যে সীমান্তে কয়েক দফা তুমুল সংঘাতের পর যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে শনিবার এ শান্তি আলোচনা শুরু হচ্ছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। “যেমনটা কথা হয়েছিল, আজ দোহায় পাকিস্তানি পক্ষের সঙ্গে আলোচনা হওয়ার কথা,” প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মুহাম্মদ ইয়াকুব কাবুলের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জানিয়ে শনিবারের বিবৃতিতে এমনটাই বলেছেন জাবিউল্লাহ মুজাহিদ।
আলোচনায় অংশ নিতে পাকিস্তানের একটি প্রতিনিধিদল শুক্রবারই কাতারের রাজধানী পৌঁছে গেছে, পরে তাদের সঙ্গে আরও ঊর্ধ্বতন কর্মকর্তারাও যুক্ত হবেন বলে দেশটির সরকার ও নিরাপত্তা বাহিনীর তিনটি সূত্র রয়টার্সকে বলেছে। ইসলামাবাদের সরকার এখন পর্যন্ত তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় বসার ব্যাপারটি নিশ্চিত করেনি। এ প্রসঙ্গে রয়টার্স পাকিস্তানের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্তব্য চেয়ে যোগাযোগ করলেও তাদের সাড়া পায়নি। শুক্রবার পাকিস্তান ও আফগানিস্তান তাদের মধ্যে থাকা ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির মেয়াদ দোহা আলোচনা শেষ হওয়া পর্যন্ত বাড়িয়েছে। এর আগে তাদের গত সপ্তাহর সংঘর্ষ কয়েক ডজন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, শতাধিক আহতও হয়েছে। ২০২১ সালে তালেবান কাবুলের ক্ষমতায় ফেরার পর দক্ষিণ এশিয়ার এ দুই প্রতিবেশীর মধ্যে এমন রক্তক্ষয়ী সংঘাত আর দেখা যায়নি। দুই দেশের মধ্যে সীমান্ত দুই হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ। সম্প্রতি আফগান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর জঙ্গি হামলার তীব্রতা বেড়েছে। এ জঙ্গিদের আফগান তালেবানই আশ্রয় প্রশ্রয় দিচ্ছে অভিযোগ করে ইসলামাবাদ প্রথম আফগানিস্তানে বিমান হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় তালেবান যোদ্ধারা সীমান্তে পাকিস্তানের বিভিন্ন সেনাচৌকিতে হামলা চালালে এবারের সংঘাত তীব্র আকার ধারণ করে। তালেবান বলছে, পাকিস্তানই আইএসআইএস সংশ্লিষ্ট জঙ্গিদের মদদ দিচ্ছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছে। পাকিস্তানের ভেতরে সম্প্রতি বেড়ে যাওয়া জঙ্গি হামলা আফগানিস্তানের সঙ্গে তাদের সম্পর্কে বড় অস্বস্তি হয়ে দেখা দিয়েছে। শুক্রবারও আফগান সীমান্তের কাছে এক আত্মঘাতী হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত ও ১৩ জন আহত হয়েছে বলে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। “আফগান শাসকদের উচিত তাদের প্রক্সি বাহিনীগুলোকে নিয়ন্ত্রণে আনা যারা আফগানিস্তানে থেকে, আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানের ভেতর নৃশংস হামলা চালাচ্ছে,” শনিবার এক অনুষ্ঠানে এমনটাই বলেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। আফগান সরকারের মুখপাত্র বলেছেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর কয়েক ঘণ্টা পরই পাকিস্তান ফের আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে। এ হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার কাবুলের থাকলেও যুদ্ধবিরতি বজায় রাখতে ও শান্তি আলোচনায় যাওয়া দলের প্রতি সম্মান জানিয়ে হামলার কোনো প্রতিক্রিয়া না দেখাতে আফগান যোদ্ধাদের নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবারের বিমান হামলা প্রসঙ্গে মন্তব্য চেয়ে রয়টার্স যোগাযোগ করলেও পাকিস্তানি সামরিক বাহিনী তাতে সাড়া দেয়নি।
Leave a Reply