1. nannunews7@gmail.com : admin :
November 7, 2025, 11:22 pm
শিরোনাম :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ কুষ্টিয়ায় দৌলতপুরে সন্তান হত্যা করে মায়ের আত্মহত্যা কুমারখালীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে মেহেদী রুমীঃ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন চালের দাম নি¤œমুখী, ৪০ টাকা বেড়েছে পেঁয়াজে ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই: প্রেস সচিব গণতন্ত্র ধ্বংসের নতুন চক্রান্ত চলছে: ফখরুল আইএমএফের সঙ্গে বৈঠক নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়াবে না সরকার আকবর-মোসাদ্দেকের নৈপুন্যে শ্রীলংকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ শসা চীন-রাশিয়ার প্রভাব মোকাবেলায় মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসক সংকট, দেখার কেউ নেই

  • প্রকাশিত সময় Sunday, October 19, 2025
  • 34 বার পড়া হয়েছে

আলমডাঙ্গা ব্যুরো ॥ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এই জেলার ১৬ লাখ মানুষের প্রধান স্বাস্থ্যসেবার কেন্দ্র। অথচ এ হাসপাতাল এখন পরিণত হয়েছে দুর্ভোগের এক কেন্দ্রবিন্দুতে। কাগজে-কলমে হাসপাতালটি ২৫০ শয্যার হলেও চলছে মাত্র ৫০ শয্যার জনবল নিয়ে। শূন্য পদে চিকিৎসা সেবা কার্যত স্থবির। বিশেষ করে অ্যানেসথেসিয়া কনসালট্যান্ট না থাকায় অপারেশন থিয়েটারের কার্যক্রম ব্যাহত হচ্ছে প্রতিদিন। রোগীদের আর্তনাদে মুখর হাসপাতাল প্রাঙ্গণ, কিন্তু নেই স্থায়ী কোনো সমাধান। ১৯৭০ সালে ৫০ শয্যার হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। ২০০৩ সালে ১০০ শয্যায় উন্নীত হলেও জনবল বাড়েনি। ২০১৮ সালের ২৮ অক্টোবর তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ২৫০ শয্যার ছয়তলা ভবনের উদ্বোধন করেন। ব্যয় ধরা হয়েছিল সাড়ে ৩০ কোটি টাকা। কিন্তু ৭ বছর পরও চালু হয়নি পূর্ণাঙ্গ কার্যক্রম। হাসপাতালের জনবল এখনো ৫০ শয্যার মানে সীমাবদ্ধ। চিকিৎসকদের ৯টি পদ শূন্য—যার মধ্যে রয়েছে সিনিয়র চক্ষু কনসালট্যান্ট, সিনিয়র ও জুনিয়র অ্যানেসথেসিয়া কনসালট্যান্ট, সিনিয়র মেডিসিন কনসালট্যান্ট, সিনিয়র শিশু রোগ বিশেষজ্ঞ, জুনিয়র ইএনটি কনসালট্যান্ট, জুনিয়র রেডিওলোজিস্ট, মেডিকেল অফিসার ও ডেন্টাল সার্জন। এছাড়া দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ২০টি পদও ফাঁকা। গত ১০ মাস ধরে অ্যানেসথেসিয়া কনসালট্যান্ট না থাকায় অপারেশন থিয়েটারের পূর্ণাঙ্গ সেবা বন্ধ। সাময়িক সমাধান হিসেবে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন সহকারী সার্জন ডেপুটেশনে এনে অ্যানেসথেসিয়া দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। কিন্তু এটি স্থায়ী সমাধান নয়। একজন দায়িত্বশীল চিকিৎসক জানান, ‘ছোটোখাটো অপারেশনও বিলম্ব হচ্ছে। সাধারণ থেকে গুরুতর রোগীদের অন্যত্র রেফার্ড করতে হচ্ছে প্রতিদিন। এতে বাড়ছে খরচ, বাড়ছে ঝুঁকি।’ পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি উজির আলী বলেন, “প্রায় এক মাস হয়ে গেল ভর্তি আছি। অপারেশনের তারিখ ঠিক হলেও হচ্ছে না।” মহিলা ওয়ার্ডে কাঞ্চন বেগমের মেয়ে পারভিনা খাতুন বলেন, “গত সপ্তাহে অপারেশন হওয়ার কথা ছিল, এখন বলা হচ্ছে আরও অপেক্ষা করতে হবে।” আরেক রোগী সেলিনা খাতুন ক্ষোভ জানিয়ে বলেন, “প্রথমে তারিখ দিয়েছিল, পরে বদলে ফেলা হয়েছে। এখন বিশ্বাসই হয় না কবে অপারেশন হবে।” হাসপাতালের জুনিয়র সার্জারি কনসালট্যান্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, “জানুয়ারিতে অ্যানেসথেসিয়া কনসালট্যান্ট বদলি হওয়ার পর অপারেশন থিয়েটার কার্যত বন্ধ হয়ে যায়। ডেপুটেশনের মাধ্যমে বিকল্প ব্যবস্থায় চালানো হচ্ছে, কিন্তু এটি টেকসই নয়।” ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, “১০০ শয্যার হাসপাতাল ৫০ শয্যার জনবল নিয়ে ৩৫০ রোগীকে সেবা দিচ্ছে। স্থায়ী জনবল না এলে এই সংকট কাটবে না।” সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস বলেন, “এত বড় জেলার চিকিৎসা সেবার মূল কেন্দ্র যদি এমন থাকে, তাহলে সাধারণ মানুষের ভরসা কোথায়? দ্রুত শূন্য পদে নিয়োগ না হলে এই ভোগান্তি ভয়াবহ আকার ধারণ করবে।” তত্ত্বাবধায়ক বিদ্যুৎ কুমার বিশ্বাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে হাসপাতালের কর্তৃপক্ষ স্বীকার করেছে যে অ্যানেসথেসিয়া কনসালট্যান্ট ও চিকিৎসক সংকটের কারণে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে। ২৫০ শয্যার ভবন, কিন্তু জনবল ৫০ শয্যারও নয় এই বৈষম্যের শিকার প্রতিদিন শত শত রোগী। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দ্রুত অ্যানেসথেসিয়া কনসালট্যান্টসহ সকল শূন্য পদে পদায়নের দাবি জানিয়েছেন চিকিৎসক, সুশীল সমাজ ও ভুক্তভোগীরা। যত দ্রুত সম্ভব এই সংকট না কাটলে চুয়াডাঙ্গার সাধারণ মানুষের চিকিৎসা সেবা আরও হুমকির মুখে পড়বে এমন আশঙ্কা স্থানীয়দের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640