বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গায় নারীকে ফাঁদ হিসেবে ব্যবহার করে অন্যকে ফাঁসানোর চেষ্টাকালে প্রতারক চক্রের মূল হোতা খালিদ হোসেন ও তার নারী সহযোগীকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। পরে স্থানীয়রা তাদের পুলিশের হাতে তুলে দেয়। গতকাল রাত সাড়ে ৮টার দিকে শহরের শ্যাকড়া তলার মোড়ে এ ঘটনা ঘটে। আটক খালিদ হোসেন আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়ার বাসিন্দা এবং চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার মাছ বিক্রেতা শফিউল ইসলামের জামাই। তার সহযোগী রোজা ইসলাম চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, খালিদ দীর্ঘদিন ধরে নিজেকে “আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠানের চেয়ারম্যান” পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিলেন। এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকেও নানা সুবিধা আদায়ের চেষ্টা করতেন তিনি। নিজ এলাকায় প্রভাব বিস্তার করতে না পেরে শ্বশুরবাড়িতে অবস্থান করে প্রতারণার জাল বিস্তার করেন। এবার তিনি নতুন কৌশলে মাদক ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করার পরিকল্পনা করেন। কিন্তু পরিকল্পনা অনুযায়ী না এগোতেই স্থানীয়দের হাতে ধরা পড়েন তিনি ও তার নারী সহযোগী। শনিবার সন্ধ্যায় বাগানপাড়ার একটি নির্জন বাড়ি থেকে এলাকাবাসী খালিদ ও রোজাকে ধরে ফেলে। এসময় খালিদের কাছ থেকে একটি বোতল নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। খবর পেয়ে ইধহমষধফবংয চড়ষরপব-এর চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়। আটক নারী রোজা ইসলাম জানান, পাঁচদিন আগে তার সাথে খালিদের পরিচয় হয়। কিছু যুবক তাকে প্রায়ই হয়রানি করত—এই অভিযোগ জানালে খালিদ পরামর্শ দেয় সেই ছেলেদের ফাঁদে ফেলে মাদকসহ ধরে টাকা আদায় করতে। তার কথামতোই শনিবার সন্ধ্যায় সে ঘটনাস্থলে আসে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, “খালিদ নামের ওই ব্যক্তিকে এক নারী সহযোগীসহ বাগানপাড়া থেকে আটক করা হয়েছে। খালিদ অতীতেও নিজেকে মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান দাবি করে থানায় এসে বিভিন্ন সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হবে।” স্থানীয়রা জানান, খালিদ অনেকদিন ধরে ভুয়া মানবাধিকার পরিচয়ে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছে। তারা এই প্রতারণা চক্রের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Leave a Reply