আলমডাঙ্গা ব্যুরো ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকায় ব্যস্ত সময় পার করছেন । বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি মাঠে নেমেছেন দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে। দিনভর গণসংযোগ, পথসভা, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভার মাধ্যমে ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তুলছেন তিনি। দলের নেতাকর্মীরা জানান, শুধু নির্বাচনি প্রতিশ্র“তি নয় এই ৩১ দফার মাধ্যমে জনগণের জীবনের সঙ্গে জড়িত মৌলিক অধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং সুশাসনের অঙ্গীকার তুলে ধরা হচ্ছে। দুদু বলেন, “এই কর্মসূচি বাস্তবায়ন হলে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, অর্থনীতি হবে জনগণের জন্য, আর দেশের প্রশাসন হবে নিরপেক্ষ ও জবাবদিহিমূলক।” আলমডাঙ্গার বিভিন্ন ওয়ার্ডে টানা প্রচারণার সময় শামসুজ্জামান দুদুর সঙ্গে ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী। তারা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে র্যালি ও প্রচারণা চালান। স্থানীয় জনগণও অনেক জায়গায় তাকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানায়। প্রচারণাকালে তিনি বলেন, “৩১ দফা কোনো দলের জন্য নয় এটি জনগণের মুক্তির রূপরেখা। মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের অঙ্গীকার নিয়েই আমরা নির্বাচনের মাঠে।” স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, মাঠ পর্যায়ে বিএনপির এই ধারাবাহিক প্রচারণা আসন্ন নির্বাচনে ভোটারদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করছে।
Leave a Reply