বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে পুলিশের অভিযানে পানবরজ থেকে প্রায় ২২ কেজি ওজনের একটি বিশাল আকৃতির গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে মৃত আবু বক্করের ছেলে জাহাঙ্গীর আলম (৫৫)–কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে এই অভিযান পরিচালিত হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ জামাল হোসেনের নেতৃত্বে থানার একটি বিশেষ টিম বৈদ্যনাথপুর পোলের মাঠ এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে তারা একটি পানবরজে সন্দেহজনক তৎপরতা লক্ষ্য করে তল্লাশি শুরু করে। তল্লাশির এক পর্যায়ে বরজের ভেতর রোপণকৃত একটি বিশাল আকৃতির গাঁজার গাছ উদ্ধার হয়। গাছটির ওজন আনুমানিক ২২.৮ কেজি, যা পরে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে পানবরজ ও ফসলি জমির আড়ালে গাঁজা চাষের চেষ্টা চালাচ্ছিল। বিষয়টি টের পেয়ে পুলিশ গোপনে নজরদারি চালিয়ে যাচ্ছিল। নিশ্চিত তথ্য পাওয়ার পর শুক্রবার রাতে অভিযানে নামে পুলিশ এবং বিশাল গাছটি জব্দ করে। আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বলেন— “আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পানবরজ থেকে গাঁজার গাছ উদ্ধার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। সমাজে মাদক ছড়ানোর যে কোনো প্রচেষ্টা আমরা কঠোর হাতে দমন করব।” তিনি আরও বলেন— “মাদক সমাজের শত্রু। যারা মাদক চাষ বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আলমডাঙ্গাকে মাদকমুক্ত রাখতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।” উদ্ধারকৃত গাঁজার গাছ ও অন্যান্য আলামত থানায় আনা হয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা নং–২৬, তারিখ–১৭/১০/২০২৫ খ্রিষ্টাব্দে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটক জাহাঙ্গীর আলমকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। ঘটনার পর বৈদ্যনাথপুর গ্রামের সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গ্রামের এক প্রবীণ নাগরিক বলেন— “আমরা কখনো ভাবিনি আমাদের গ্রামে এমন ঘটনা ঘটবে। পুলিশ যেভাবে দ্রুত ব্যবস্থা নিয়েছে, তা প্রশংসনীয়। আমরা চাই এই ধরনের অভিযান আরও জোরদার হোক।” আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক চাষ, বিক্রি ও সেবনের সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত আলমডাঙ্গা গড়ার লক্ষ্যে অভিযান চলমান থাকবে। এ ধরনের কঠোর পদক্ষেপে স্থানীয়দের মধ্যে আস্থা তৈরি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনসমর্থন আরও বেড়েছে।
Leave a Reply