এনএনবি : চীন তাদের বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগ করেছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়ংচিয়ান বলেন, যুক্তরাষ্ট্র চীনের পদক্ষেপকে ‘বিকৃতভাবে ব্যাখ্যা’ করছে এবং ইচ্ছাকৃতভাবে ‘অহেতুক ভুল বোঝাবুঝি ও আতঙ্ক তৈরি করছে।’ বিরল খনিজ রপ্তানির ওপর থেকে চীনের কড়াকড়ি তুলে নেওয়ার হোয়াইট হাউজের আহ্বানও চীন প্রত্যাখ্যান করেছে। ওদিকে, যুক্তরাষ্ট্র চীনের এই কড়াকড়ির পদক্ষেপের সমালোচনা করে চীনা পণ্যে নতুন করে ১০০ শতাংশ শুল্ক আরোপে হুমকি দিয়েছেন।
চীনের খনিজ রপ্তানিতে কড়াকড়ি কার্যকর হওয়ার কথা আগামী ৮ নভেম্বর থেকে। যুক্তরাষ্ট্রের শীর্ষ আলোচকরা বলেছেন, চীন তাদের এই পদক্ষেপ বাদ দিয়ে ট্রাম্পের শুল্ক এড়াতে পারত। তবে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সরকারি পত্রিকাও এর বিপক্ষে যুক্তি তুলে ধরেছে।
অন্যদিকে, চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হে ইয়ংচিয়ান ওয়াশিংটনের সমালোচনার জবাবে বলেছেন, “যদি রপ্তানি লাইসেন্সের আবেদনগুলো নিয়ম মেনে করা হয় এবং তা বেসামরিক প্রয়োজনে ব্যবহৃত হওয়ার কথা থাকে, তাহলে সেগুলো অনুমোদিত হবে।”
এর আগে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার নতুন বিরল খনিজ রপ্তানির ওপর চীনের বিধি-নিষেধ আরোপকে “বিশ্ব সরবরাহ চেইনের ওপর আধিপত্য বিস্তারের প্রচেষ্টা” বলে মন্তব্য করেন। তিনি আশা প্রকাশ করেন, বেইজিং এসব ব্যবস্থা কার্যকর করবে না।
ওয়াশিংটন বলছে, চীনের ‘গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ’ রপ্তানির ওপর নতুন নিয়ন্ত্রণ বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করেছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এটিকে বলেছেন “অবিশ্বাস্য পদক্ষেপ।”
অন্যদিকে চীন দাবি করছে, তারা নতুন রপ্তানি লাইসেন্স ব্যবস্থা কার্যকর করার আগে যুক্তরাষ্ট্রকে অবহিত করেছে এবং এসব ব্যবস্থা আন্তর্জাতিক মানের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।
বিশ্লেষকদের মতে, বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশের এই নতুন মুখোমুখি অবস্থান দক্ষিণ কোরিয়ায় আসন্ন ট্রাম্প–শি বৈঠককে ঝুঁকির মুখে ফেলতে পারে। এখন পর্যন্ত এই বৈঠকের তারিখটিই বাজারে স্থিতিশীলতার অন্যতম ভরসা হয়ে আছে।
সেপ্টেম্বরের শেষে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর চীনের কয়েকটি প্রযুক্তি কোম্পানিকে তাদের “এনটিটি লিস্টে” অন্তর্ভুক্ত করার পর থেকেই উত্তেজনা বাড়তে শুরু করে।
ওয়াশিংটন অভিযোগ করছে, এসব কোম্পানি নিষেধাজ্ঞা এড়াতে বিদেশি সহযোগী প্রতিষ্ঠান ব্যবহার করছে। চীনের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই ‘অযৌক্তিক সিদ্ধান্তই’ আসলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে।
Leave a Reply