এনএনবি : গাজা ও মিশরের মধ্যকার রাফা সীমান্ত ক্রসিং দিয়ে গাজায় যায় মানবিক সহায়তা। কিন্তু এই ক্রসিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। নতুন যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস তাদের হাতে থাকা জিম্মিদের মৃতদেহ হস্তান্তর না করায় ইসরায়েল বুধবার সীমান্ত ক্রসিং বন্ধ রাখার এই সিদ্ধান্ত নিয়েছে। তিন ইসরায়েলি কর্মকর্তা মঙ্গলবার একথা জানিয়েছেন। তবে আরও কত দিন সীমান্ত বন্ধ রাখা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তারা। এর আগে হামাস জানিয়েছিল, গাজার ধ্বংসস্তূপের ভেতরে সব কবরস্থান চিহ্নিত করা সম্ভব না হওয়ায় নিহত কিছু জিম্মির লাশ উদ্ধারে সময় লাগতে পারে। রাফা ক্রসিং মঙ্গলবারেই খুলে দেওয়ার কথা ছিল ইসরায়েলের। কিন্তু ইসরায়েলি এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, “হামাস সব জিম্মির মৃতদেহ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত রাফা সীমান্ত বন্ধ থাকবে এবং মানবিক ত্রাণ সহায়তাও ব্যাপকভাবে সীমিত করা হবে।” এই সিদ্ধান্তকে হামাসের ওপর নিষেধাজ্ঞা হিসাবে বর্ণনা করেন ওই কর্মকর্তা। তবে এই কড়াকড়ির বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। লন্ডন-ভিত্তিক আল আরবি টিভি জানিয়েছে, মিশরীয় একটি দল গাজায় ইসরায়েলি জিম্মিদের মৃতদেহ কোথায় আছে তা চিহ্নিত করা এবং তা উদ্ধারের জন্য কাজ করছে। ইসরায়েলের একটি কারিগরি দলও এই কাজে সমন্বয়ের জন্য মিশরীয় দলের সঙ্গে যোগাযোগ রাখছে। হামাসের এক মুখপাত্র বলেছেন, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে দেহ উদ্ধার করা খুবই চ্যালেঞ্জের কাজ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক কমিটি অব রেডক্রস (আইসিআরসি) বলেছে, উদ্ধারকাজে নামা দলগুলো হয়ত কিছু দেহ খুঁজে নাও পেতে পারে।
Leave a Reply