কাগজ প্রতিবেদক ॥ পাঁচ দফা দাবিতে কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টা হতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মুফতি ফরিদ উদ্দিন আবরারের পরিচালনায় মানববন্ধন কর্মসূচি কার্যক্রম শুরু হয়। উক্ত মানববন্ধন কর্মসূচি ও সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সহ সভাপতি আমিনুল ইসলাম মুলতান, সহ-সভাপতি: আলহাজ্ব শেখ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক মুফতি মোজাম্মেল হক কাসেমী, দপ্তর সম্পাদক মুফতি আহমাদুল্লাহ হাবিবী, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ তাওহিদুল ইসলাম, আইএবি সদর থানার সভাপতি মুফতি মুখতারুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক রুম্মান আহমেদ, আইএবি মিরপুর উপজেলার সেক্রেটারি মুফতি কামরুজ্জামান, ইবি থানার সেক্রেটারি মনোয়ার হোসেন, সদর থানার সেক্রেটারি মোঃ মনিরুল ইসলাম, কুমারখালী উপজেলা শাখার সভাপতি: ডাঃ গোলাম সরোয়ার প্রমূখ। বক্তারা বলেন, ২৪ এর জুলাইয়ে রক্তের নজরানা দিয়ে ছাত্র-জনতা যে দাবীর যথার্থতা প্রমান করেছে সেই দাবীর আইনী ও রাজনৈতিক স্বীকৃতি আদায়ে আমাদের রাজপথে লড়াই করতে হচ্ছে, এর চেয়ে দুঃখজনক বিষয় আর কিছু হতে পারে না। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র-জনতার রক্তের দায় শোধ করতে- আলোচনা ও রাজনৈতিক আন্দোলন চালিয়েই যাবে ইনশাআল্লাহ। বক্তারা আরো বলেন, গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে জুলাই সনদের আইনী ভিত্তিসহ পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।
Leave a Reply