বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে সেবাগ্রহীতাদের জন্য অনুষ্ঠিত হলো নামজারি মামলা ও মিসকেস সংক্রান্ত শুনানি ও পরামর্শ প্রদান কার্যক্রম। গতকাল বুধবার (১৫ অক্টোবর ২০২৫) উপজেলার আস্থাকুঞ্জে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থেকে সরাসরি সেবা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু। এদিন ভূমি অফিস প্রাঙ্গণে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে আসেন অসংখ্য সেবাগ্রহীতা। নামজারি, মিসকেস, খতিয়ান সংশোধন, জমির মালিকানা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান ও আইনি প্রক্রিয়া নিয়ে সরাসরি পরামর্শ দেন সহকারী কমিশনার ভূমি। এতে ভোগান্তি কমে ও সেবাপ্রত্যাশীদের মধ্যে বাড়ে আস্থা ও সন্তুষ্টি। আশিষ কুমার বসু বলেন,“ভূমি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা নিয়মিত মাঠপর্যায়ে শুনানি ও পরামর্শ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। জনগণ যাতে হয়রানিমুক্তভাবে দ্রুত সেবা পায়, সেটাই আমাদের লক্ষ্য।” সেবাগ্রহীতাদের অনেকেই জানান, অফিসে না গিয়েই এক জায়গায় এসে শুনানি ও পরামর্শ পাওয়ায় তাঁদের সময় ও খরচ দুই-ই বাঁচছে। ভূমি অফিসের এ ধরনের উদ্যোগ স্থানীয়দের মধ্যে ভূমিসেবার প্রতি আস্থা বাড়াচ্ছে। উল্লেখ্য, ভূমি সেবা প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করতে উপজেলা ভূমি অফিসের এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে, যা ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার অগ্রযাত্রায় একটি কার্যকর পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
Leave a Reply