আলমডাঙ্গা ব্যুরো ॥ আলমডাঙ্গা নিগার সিদ্দিক ডিগ্রি কলেজ এর শিক্ষক ও কর্মচারীরা ৩ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। মূল বেতনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে সারাদেশব্যাপী শুরু হওয়া আন্দোলনের অংশ হিসেবেই এই কর্মসূচি পালন করা হচ্ছে। ফলে কলেজটিতে পাঠদান কার্যক্রম আপাতত স্থবির হয়ে পড়েছে। কলেজ সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ‘’-এর ব্যানারে এই আন্দোলন চলছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীরা ক্লাসরুম থেকে দূরে অবস্থান নিয়ে দাবি ও প্রতিবাদ জানাচ্ছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে: # বাড়িভাড়া বৃদ্ধি: মূল বেতনের ২০% হারে বাড়িভাড়া প্রদান।
# চিকিৎসা ভাতা বৃদ্ধি: বর্তমান ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা।
# উৎসব ভাতা বৃদ্ধি: কর্মচারীদের জন্য উৎসব ভাতা মূল বেতনের ৫০% থেকে বাড়িয়ে ৭৫% করা।
আন্দোলনকারী শিক্ষকরা জানান, বর্তমান বেতন কাঠামোর সঙ্গে বিদ্যমান বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা এখনকার বাজার বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। এর ফলে নিত্যপ্রয়োজনীয় খরচ সামলাতে গিয়ে তারা মারাত্মক আর্থিক চাপে পড়ছেন। তাদের দাবি দ্রুত প্রজ্ঞাপন জারি করে এই যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে। তা না হলে তারা কর্মবিরতির পাশাপাশি বৃহত্তর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। একজন আন্দোলনকারী শিক্ষক বলেন, “আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছি। অথচ আমাদের মৌলিক চাহিদা পর্যন্ত পূরণ হচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।” উল্লেখ্য, সারাদেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা একই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর ফলে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
বিশ্লেষকদের মতে, এই আন্দোলন দীর্ঘস্থায়ী হলে শিক্ষার মান ও শ্রেণিকক্ষের পরিবেশে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই সরকারের সঙ্গে দ্রুত আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো এখন সময়ের দাবি।
Leave a Reply