আলমডাঙ্গা ব্যুরো ॥ চুয়াডাঙ্গার গোবিন্দহুদা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে একই পরিবারের চারজনকে। গুরুতর আহত অবস্থায় তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় জয়নুর রহমান (৫০) নামে একজন মারা গেছেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দহুদা গ্রামে। আহতরা হলেন— মৃত ঝড়ু মণ্ডলের তিন ছেলে খাজা মণ্ডল (৫৫), জয়নুর রহমান (৫০), জাহির (৫০) এবং খাজা মণ্ডলের ছেলে দিপু (১৮)।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, “চারজনের শরীরে ধারালো অস্ত্রের গভীর আঘাত রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অথবা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল হক পেশকারের সঙ্গে আহতদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে মাঠে কাজ করার সময় নুরুল হক পেশকার, হকি, ইয়ান, আলী হোসেন, তারেখ, রোমান, আবিদ, নজির, বাবু, মিরাজসহ ১০–১৫ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে চারজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়।
আহতদের পরিবার জানায়, “আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক। আমরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, “জমিজমা নিয়ে সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন। একজন মারা গেছেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এদিকে জয়নুর রহমানের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের বাকি তিনজনের উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় স্থানান্তরিত করা হয়েছে।
স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত এই বিরোধ অনেকদিন ধরেই চলে আসছিল, তবে এভাবে রক্তক্ষয়ী ঘটনায় পরিণত হবে তা কেউ কল্পনাও করেননি। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও আইনি পদক্ষেপের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।
Leave a Reply