কাগজ প্রতিবেদক ॥ সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরতে কুষ্টিয়ায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের এন এস রোড হয়ে লাহিনী বটতলা ঘুরে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে এসে এ কর্মসূচি শেষ হয়। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া-৩ আসনের বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে এই গণসংযোগে অংশ নেন স্থানীয় নেতাকর্মীরা। কর্মসূচির মাধ্যমে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের হাতে তুলে দেন এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনের আহ্বান জানান। এ সময় তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য রাষ্ট্র মেরামতের ৩১ দফা এখন সময়ের দাবি। জনগণই এ আন্দোলনের মূল শক্তি।” গণসংযোগ কর্মসূচিতে কুষ্টিয়া জেলা,শহর ও সদর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply