কুষ্টিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
কাগজ প্রতিবেদক ॥ “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করে দুর্যোগ” এই স্লোগানে কুষ্টিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও কুষ্টিয়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কালেক্টর চত্তর থেকে একটি র্যালী বের হয়। এরপর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কুষ্টিয়া কালেক্টর স্কুল এন্ড কলেজ মাঠে ফায়ার সার্ভিসের আয়োজনে ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ রিজিবুল ইসলামসহ প্রশাসন, ফায়ার সাভির্সের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, বন্যা, ঘুর্ণিঝড়, খরা, জলোচ্ছাসসহ প্রতি বছর বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগে মানুষ, ফসল, সম্পদের ক্ষতি হয়। দুর্যোগকালীন সময়ে আমাদের অহেতুক দৌড়াদড়ি না করে পরিকল্পিত ভাবে মানুষ, পশু, ফসলকে রক্ষার কৌশল জানতে হবে। তিনি বলেন, কখনই দুর্যোগকালীন সময়ে হটকারী সিন্ধান্ত নেয়া যাবে না। প্রতিটি দুর্যোগে অসহায় মানুষের পাশে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
Leave a Reply