1. nannunews7@gmail.com : admin :
November 7, 2025, 10:08 pm
শিরোনাম :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ কুষ্টিয়ায় দৌলতপুরে সন্তান হত্যা করে মায়ের আত্মহত্যা কুমারখালীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে মেহেদী রুমীঃ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন চালের দাম নি¤œমুখী, ৪০ টাকা বেড়েছে পেঁয়াজে ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই: প্রেস সচিব গণতন্ত্র ধ্বংসের নতুন চক্রান্ত চলছে: ফখরুল আইএমএফের সঙ্গে বৈঠক নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়াবে না সরকার আকবর-মোসাদ্দেকের নৈপুন্যে শ্রীলংকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ শসা চীন-রাশিয়ার প্রভাব মোকাবেলায় মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

নির্বাচন বানচালে আওয়ামী-জামায়াতের ষড়যন্ত্র ও অরাজকতা রুখে দেয়া হবে ঃ অধ্যাপক শহীদুল ইসলাম

  • প্রকাশিত সময় Monday, October 13, 2025
  • 37 বার পড়া হয়েছে

মিরপুর প্রতিনিধি ॥ আগামী ফেব্র“য়ারী মাসে বহু কাঙ্খিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের জন্য বিএনপিসহ পুরো জাতি উন্মুখ হয়ে আছে। কিন্তু এই নির্বাচনকে সামনে রেখে আওয়ামী-জামাত এবং জনসমর্থনহীন কিছু অরাজনৈতিক দল বিভিন্ন তালবাহানা করে নির্বাচন বাতিল করার চক্রান্তে লিপ্ত রয়েছে। নির্বাচন বানচালে আওয়ামী-জামায়াতের সকল ষড়যন্ত্র ও অরাজকতা রুখে দিতে নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম। সোমবার (১৩ সেপ্টেম্বর’ ২৫) বিকেলে উপজেলার কুর্শা ইউনিয়নে বিএনপির কর্মী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জেনারেল জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এবং দেশের অর্থনীতিকে সুদৃঢ় বুনিয়াদের ওপর দাঁড় করিয়েছিলেন। গণতন্ত্র হত্যা ও দেশ পরিচালনায় শেখ মুজিবের চরম ব্যর্থতার কারণে সফলভাবে জিয়াউর রহমান রাজনীতিতে এসেছেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ও জামায়াত এরা মানবতাবিরোধী দল। গণহত্যার সঙ্গে তারা শুরু থেকেই জড়িত। জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, ৭১ এ আপনাদের রাজনৈতিক ভূমিকা কী ছিল? কোন সেক্টরে যুদ্ধ করেছেন, কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? এর সদোত্তর আপনাদের কাছে নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কারণে জামায়াত আজ রাজনীতি করার সুযোগ পেয়েছে। এজন্য বিএনপি’র প্রতি জামায়াতের কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু জামায়াতের সেই কৃতজ্ঞতাবোধ নেই, তারা শহীদ জিয়ার দল বিএনপিকেই বর্তমানে ঘায়েল করতে উঠেপড়ে লেগেছে। দেশ নিয়ে আবারও আওয়ামী-জামাত ষড়যন্ত্র করছে, কিন্তু কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। সব ষড়যন্ত্র এদেশের জনগণ প্রতিহত করবে ইনশাআল্লাহ।’ বিএনপির এই নেতা আরো বলেন, ‘এই জাতির ঘাড়ে একটি জগদ্দল পাথর চেপে বসেছিল। এই পাথর এত ভারি যে গোটা জাতিকে রুদ্ধশ্বাস অবস্থায় রেখেছিল। মানুষ নিশ্বাস নিতে পারত না। মানুষ স্বচ্ছন্দ চলাফেরা করতে পারত না। রাজনৈতিক দল ও তার কণ্ঠের স্বাধীনতা ছিল না। মিছিল করতে পারত না, মিটিং করতে পারত না। পুলিশ অনুমতি দেওয়ার পর যুবলীগ-ছাত্রলীগকে লেলিয়ে দেয়া হতো। তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা নিজের ক্ষমতাকে নিরাপদ করার জন্য, কন্টকমুক্ত থাকার জন্য, যে বাংলাদেশে ৩০ লাখ মানুষ অকাতরে জীবন দিয়েছে, দুই লাখ নারী নির্যাতিত হয়েছে, এই যে স্বাধীনতা, এই স্বাধীনতা কলঙ্কিত করেছে শেখ হাসিনা। ১৬ বছর গণতান্ত্রিক শক্তির আন্দোলনের পটভূমিতে জুলাই এবং আগস্টে ছাত্রজনতারা নেমে এসেছে। পরবর্তীতে স্বৈরাচার শেখ হাসিনা ইন্ডিয়াতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। কুর্শা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মকবুল হোসেন ডিলারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজের সঞ্চালনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জমান শাহীন, সিনিয়র সহ সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব আজাদুর রহমান আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, উপজেলা কৃষকদলের আহবায়ক এ্যাড. খাইরুজ্জামান খাইরুল প্রমুখ। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640