কাগজ প্রতিবেদক ॥ সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিএনপিরঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরতে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। সোমবার সন্ধ্যায় শহরের পৌর ১৩ নং ওয়ার্ড (ত্রিমোহনী) মোড়ে ১৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে গণসংযোগ লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ সোহরাব উদ্দিন। উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সাবেক ভিপি ব্যারিস্টার তারিক বিন আজিজ, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা যুবদলের সভাপতি প্রার্থী এবং কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক ফুহাদ রেজা ফাহিম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন,“দেশের চলমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা। এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের আন্দোলনে অংশ নিতে হবে। এই ৩১ দফার মধ্যে রয়েছে জনগণের মৌলিক অধিকার, অর্থনৈতিক মুক্তি ও সুশাসনের রূপরেখা। এটি কেবল বিএনপির নয়, পুরো জাতির মুক্তির পথনকশা।”তিনি আরও বলেন,“দেশের প্রতিটি মানুষ আজ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের প্রতীক হলো ধানের শীষ। আসুন, আমরা সবাই ধানের শীষের পক্ষে একতাবদ্ধ হই— গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মুক্তির জন্য।”এ সময় ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন, কুষ্টিয়া সদর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: সাইদুল ইসলাম টিপু,কুষ্টিয়া শহর ছাত্রদলের আহ্বায়ক মোঃ সজল ইসলাম, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাসির আহমেদ মসনদ,হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ, ১৪,১৫,১৬,১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply