মীর ফাহিম ফয়সাল, আলমডাঙ্গা প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গায় বিষাক্ত মদপানে আরও একজন দিনমজুরের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। গতকাল সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় সর্বশেষ নিহত হায়েস আলীর (৪০) মরদেহ। তিনি সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কাথুলী গ্রামের গোলাম রসুলের ছেলে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হায়েস আলী বিষাক্ত মদপানজনিত কারণে মারা গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। এর আগে, গত বৃহস্পতিবার রাতে ডিঙ্গেদহ বাজার এলাকায় কয়েকজন মিলে স্থানীয়ভাবে তৈরি মদ পান করেন। এরপর একে একে অসুস্থ হয়ে পড়েন সবাই। শনিবার (১১ অক্টোবর) প্রথমে দুইজন এবং পরদিন রবিবার আরও চারজন মারা যান। এদের মধ্যে চারজনকে গোপনে দাফনও করেছেন পরিবারের সদস্যরা। নিহতদের পরিচয় পাওয়া গেছে— সদর উপজেলার নফরকান্তি গ্রামের খেদের আলী (৪০), খেজুরা গ্রামের সেলিম (৪০), পিরোজখালি গ্রামের লালটু ওরফে রিপু (৩০), শংকরচন্দ্র গ্রামের শহীদ (৪৫), ডিঙ্গেদহ গ্রামের সামির (৫৫) ও সরদার লালটু (৫২)। এদিকে, এ ঘটনায় এখনও চারজন অসুস্থ অবস্থায়ে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান। এ সময় একজনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এর সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন,“আমরা ইতোমধ্যে এলাকায় সচেতনতা কার্যক্রম চালাচ্ছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের টক্সিকোলজি বিভাগ অসুস্থদের বিনামূল্যে চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সুবিধা দিতে আগ্রহ প্রকাশ করেছে। যারা এখনো গোপনে চিকিৎসা নিচ্ছেন, তারা দ্রুত সদর হাসপাতালে এলে প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হবে।”ঘটনাটিতে স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ডিঙ্গেদহ বাজারে অবৈধভাবে মদ বিক্রি হচ্ছে— কিন্তু প্রশাসনের তেমন কোনো পদক্ষেপ চোখে পড়েনি। এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “বছরের পর বছর ধরে এই বাজারে মদ বিক্রি হচ্ছে— সবাই জানে, কিন্তু কেউ কিছু বলে না। এখন সাতটা প্রাণ চলে গেল। তবুও প্রশাসন কি এবার নড়বে?”জানিয়েছে, মৃত্যুর কারণ ও বিষাক্ত অ্যালকোহলের উৎস অনুসন্ধানে তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, পাশাপাশি প্রশাসনের উদাসীনতা নিয়ে তৈরি হয়েছে তীব্র জনঅসন্তোষ। স্থানীয়রা দ্রুত অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Leave a Reply