মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে টাইফয়েড টিকা ক্যাম্পেইন-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ৯টায় পৌর এমদাদিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় এ টাইফয়েড টিকা ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিষুজ কুমার সাহা, মিরপুর থানার অফিসার ইনচার্জ মোমিনুল হক, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী ও মিরপুর পৌরসভার সচিব আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, “টাইফয়েড টিকা নিরাপদ ও কার্যকর। ইপিআই কর্মসূচির আওতায় যে টিকা দেওয়া হচ্ছে, তা ইতোমধ্যে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। আগামী প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে টিকার বিকল্প নেই। টাইফয়েড একটি মারাত্মক সংক্রামক রোগ, যার থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ অতিথি’র বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিষুজ কুমার সাহা বলেন, “টিকাদান ক্যাম্পেইন চলাকালে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সেজন্য প্রচার বাড়াতে হবে। গুজবে কান না দিয়ে অভিভাবকদের সন্তানদের টিকাদানে উৎসাহী হতে হবে।” পাশাপাশি তিনি সংশ্লিষ্ট সবাইকে টিকা বিষয়ে সঠিক তথ্য প্রচারে সহযোগিতার আহ্ধসঢ়;বান জানান। অনুষ্ঠানে জানানো হয়, দেশব্যাপী প্রায় পাঁচ কোটি শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকাদান কার্যক্রম দুটি ধাপে সম্পন্ন হবে: প্রথম ধাপে (১২-৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান। দ্বিতীয় ধাপে (১-১৩ নভেম্বর) কমিউনিটি পর্যায়ে নিয়মিত ও স্থায়ী কেন্দ্রে টিকাদান কার্যক্রম। নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। জন্মনিবন্ধন সনদের ১৭-সংখ্যার নম্বর দিয়ে নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে টিকা পাওয়া যাবে। যাদের জন্মনিবন্ধন নেই, তাদের জন্য বিশেষ ব্যবস্থায় টিকা প্রদানের সুযোগ রাখা হয়েছে।
Leave a Reply