বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে এক বিশেষ উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১২ অক্টোবর ২০২৫ খ্রি.) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অফিস চত্বরে এ সভার আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। সভায় সভাপতিত্ব করেন
ডি এল ও ডাঃ মোঃ শাহাবুদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএলও সদর ডাঃ মোস্তাফিজুর রহমান, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান ওল্টু এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউএলও ডাঃ মাহমুদুল হক।
সভায় সংশ্লিষ্ট খামারি, পশুপালনকারী, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা মাঠপর্যায়ে খামারিদের সঠিক তথ্য প্রদান, রোগব্যাধি প্রতিরোধ, টিকাদান কার্যক্রম ও দুধ–মাংস উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন।
সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত শুধু গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে না, এটি দেশের সামগ্রিক খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই মাঠপর্যায়ে খামারিদের সঙ্গে সরকারি দপ্তরের সমন্বয় আরও শক্তিশালী করা সময়ের দাবি।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, আলমডাঙ্গা—এর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার আশাবাদ ব্যক্ত করা হয়।
সভা শেষে উপস্থিত খামারিদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়। বক্তারা জানান, খামারিদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই প্রাণিসম্পদ খাতের উন্নয়নের মূল চাবিকাঠি।
Leave a Reply