কাগজ প্রতিবেদক ॥ পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা প্রশাসক আবুল হাসনাত মোহাম্মদ আরেফিনের নিকট স্মারকলিপি প্রদান করেছে। রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি: বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আলী এর তত্ত্বাবধানে জেলা শাখার একটি প্রতিনিধি কুষ্টিয়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন। প্রতিনিধি দলে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি: আমিনুল ইসলাম মুলতান, আলহাজ্ব শেখ এনামুল হক,ভারপ্রাপ্ত সেক্রেটারি: মুফতি ফরিদ উদ্দিন আবরার, সাংগঠনিক সম্পাদক: মুফতি মোজাম্মেল হক কাসেমী, দপ্তর সম্পাদক: মুফতি আহমাদুল্লাহ হাবিবি, সহ প্রচার সম্পাদক: আলহাজ্ব তরিকুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি: আলহাজ্ব মাওলানা রেজাউল করিম ,হাঃ মোঃ হাবিবুর রহমান প্রমুখ। স্মারকলিপিতে নিম্নোক্ত দাবিসমূহ পেশ করা হয়: ১-জুলাই সনদের আইনীভিত্তি নিশ্চিত করতে হবে। ২- পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। ৩-নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যবস্থা করতে হবে। ৪- গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার ও বিচারকালীন তাদের নিষিদ্ধ ও নির্বাচনে অবাঞ্চিত ঘোষণা করতে হবে। ৫-বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
Leave a Reply