1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 12:04 pm

বলুয়ার্তে ক্ষমতাচ্যুত, হোসে হেরিকে প্রেসিডেন্ট বানাল পেরুর পার্লামেন্ট

  • প্রকাশিত সময় Saturday, October 11, 2025
  • 27 বার পড়া হয়েছে

এনএনবি : সর্বসম্মত ভোটে পেরুর পার্লামেন্ট দিনা বলুয়ার্তেকে অভিশংসিত করার পর নতুন প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসপ্রধান হোসে হেরিকে শপথ পড়িয়েছে। শুক্রবার প্রথম প্রহরেই বিশ্বের এ মুহূর্তে অন্যতম অজনপ্রিয় নেতা বলুয়ার্তেকে দায়িত্ব থেকে অপসারণ করেন কংগ্রেস সদস্যরা। এর মাত্র কয়েক ঘণ্টা আগেই ‘নৈতিক অযোগ্যতার’ অভিযোগে প্রেসিডেন্টকে অপসারণে তৎপরতায় নামে বিভিন্ন রাজনৈতিক ব্লক। বুধবার পেরুর সেনাবাহিনীর আওতায় থাকা ভেন্যুতে কনসার্ট চলাকালে গুলির ঘটনায় দেশটিতে বেশ জনপ্রিয় কুম্বিয়া সঙ্গীতদল আগুয়া মারিনার কয়েকজন সদস্য আহত হওয়ার পর প্রেসিডেন্টকে অপসারণে এ ভোট হল। বলুয়ার্তের বিরুদ্ধে দুর্নীতি, বিলাসবহুল ঘড়ি সংক্রান্ত ‘রোলেক্সগেট’ কেলেঙ্কারি এবং ক্রমর্বধান অপরাধের কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষয়ক্ষতি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ এনেছে একাধিক রাজনৈতিক দল।
২০১৬ সালের পর পেরুর সপ্তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়া হেরি নিরাপত্তাহীনতা মোকাবেলায় কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন। “মূল শত্রু রাস্তায়—অপরাধী গ্যাং,” এ কথা বলে কংগ্রেসকে ‘অপরাধের বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণারও আহ্বান জানিয়েছেন তিনি।
৩৮ বছর বয়সী হেরি রক্ষণশীল সোমোস পেরু দলের সদস্য এবং জুলাই মাসেই কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন। বলুয়ার্তের অপসারণের পর কংগ্রেস ও ইকুয়েডর দূতাবাসের বাইরে মানুষ জড়ো হয়ে পতাকা নেড়ে, নেচে ও বাজনা বাজিয়ে উল্লাস প্রকাশ করে। বলুয়ার্তে ইকুয়েডরে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন এ ধারণা থেকেই লোকজন ওই দূতাবাসের কাছে জড়ো হয়। পরে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে দেওয়া ভাষণে বলুয়ার্তে বলেন, ২০২২ সালে যে কংগ্রেস তাকে শপথ পড়িয়েছিল, সেই কংগ্রেসই এখন তাকে সরিয়ে দিয়েছে। প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিয়ো সংসদ ভেঙে দেওয়ার চেষ্টা করায় বরখাস্ত ও গ্রেপ্তার হলে তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট বলুয়ার্তেকে দায়িত্ব দিয়েছিল পার্লামেন্ট। কাস্তিয়োর অপসারণের পর দেশজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে, বিশেষ করে আন্দিয়ান ও আদিবাসী অঞ্চলে। মানবাধিকার সংগঠনগুলো বলুয়ার্তের সরকারকে সেই সময় অতিরিক্ত বলপ্রয়োগের দায়ে অভিযুক্ত করে। চলতি বছরের জুলাইয়ে তিনি নিজের বেতন দ্বিগুণ করারও সিদ্ধান্ত নেন, যা জনরোষ আরও বাড়ায়।
বলুয়ার্তের কোনো ভাইস প্রেসিডেন্ট না থাকায় পার্লামেন্ট শেষ পর্যন্ত তার স্থলাভিষিক্ত হিসেবে হোসে হেরিকেই বেছে নেয়। তার আগে কংগ্রেস বলুয়ার্তেকে পার্লামেন্টে এসে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলেও তিনি তা নিতে রাজি হননি। জনপ্রিয়তা নামতে নামতে ২ থেকে ৪ শতাংশে আসা ৬৩ বছর বয়সী বোলুয়ার্তের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিক্ষোভ দমনে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ রয়েছে। অবশ্য সব অভিযোগই তিনি অস্বীকার করে আসছেন। তাকে অপসারণে ডানপন্থি দলগুলোও অংশ নেয়, এ দলগুলোর সমর্থনের কারণে বলুয়ার্তেকে অপসারণে আগের অনেক ভোট ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। ডানপন্থি নেতা নেতারা রাফায়েল লোপেজ ও কেইকো ফুজিমোরি ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চিন্তা করছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640