আলমডাঙ্গা ব্যুরো ॥ চুয়াডাঙ্গার জাফরপুরে ঘটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বন্ধুর বিয়েতে যোগ দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ হারালেন মাহফুজুর রহমান (২৮) নামের এক তর“ণ মোটরসাইকেল চালক। এ ঘটনায় আহত হয়েছেন বাসযাত্রীসহ আরও তিনজন, যাদের মধ্যে একজনের অব¯’া আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটে শনিবার (১১ অক্টোবর ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে (৬ বিজিবি) ব্যাটালিয়নের সামনের সড়কে। নিহত মাহফুজুর রহমান সদর উপজেলার হাজরাহাটি গ্রামের হাজী ইউনুস আলীর ছেলে। পেশায় ফ্রিল্যান্সার এবং অবিবাহিত এই তর“ণ বন্ধুর বিয়ের দাওয়াতে যোগ দিতে মোটরসাইকেলযোগে দর্শনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পরিবার জানায়, সকালে তিনি আনন্দ নিয়ে বের হয়েছিলেন; কিন্ত কয়েক ঘণ্টার মধ্যেই ফিরলেন লাশ হয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী “খান পরিবহন” এর একটি বাস বিজিবি হাসপাতালের সামনে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয় এবং রাস্তার পাশে থাকা একটি ব্যাটারি চালিত ইজিবাইককেও চাপা দেয়। এতে ঘটনা¯’লেই মারা যান মাহফুজুর রহমান। আহত হন বাসের তিন যাত্রী। দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনা¯’লে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস, মোটরসাইকেল ও ইজিবাইক জব্দ করে। বিজিবি সদস্যরা দ্র“ত আহতদের উদ্ধার করে নিজস্ব অ্যাম্বুলেন্সে করে নিয়ে যান হাসপাতালে। জর“রি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, “আহত তিনজনের মধ্যে তুহিন নামের একজনের মাথায় গুর“তর আঘাত লেগেছে, তার অব¯’া আশঙ্কাজনক। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।”চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, “দুর্ঘটনায় একজন যুবক মারা গেছেন এবং কয়েকজন আহত হয়েছেন। ঘাতক বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। আমরা বাস, মোটরসাইকেল ও ইজিবাইক জব্দ করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যব¯’া নেওয়া হবে।”এক তর“ণের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে হাজরাহাটি গ্রামে। গ্রামবাসী ও ¯’ানীয়রা সড়কটিতে দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ ও বেপরোয়া বাস চালকদের বির“দ্ধে কঠোর ব্যব¯’া নেওয়ার দাবি জানিয়েছেন। বেপরোয়া গতি আর সড়কের নিরাপত্তাহীনতা যেন প্রতিদিনই কেড়ে নি”েছ তর“ণ প্রাণ। সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর উদ্যোগ ও কঠোর নজরদারিই হতে পারে ভবিষ্যৎ প্রাণহানির হাত থেকে রক্ষার পথ।
Leave a Reply