বশির“ল আলম,আলমডাঙ্গা থেকে ? আলমডাঙ্গা রেলস্টেশনের পাশেই এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ব্রিটিশ আমলের একটি পুরনো গোডাউন। সময়ের ব্যবধানে বদলে গেছে চারপাশের অনেক কিছু, গড়ে উঠেছে নতুন নতুন ¯’াপনা। কিš‘ ইতিহাসের সাক্ষী হয়ে এই প্রাচীন ¯’াপনাটি আজও টিকে আছে অবিকল আপন রূপে। ¯’ানীয় প্রবীণদের ভাষ্য অনুযায়ী, এই গোডাউনটি নির্মিত হয় ব্রিটিশ শাসনামলে—রেলপথে পণ্য পরিবহনের জন্য। একসময় এখানে দেশের নানা প্রান্ত থেকে আনা হতো ধান, পাট, গমসহ বিভিন্ন কৃষিপণ্য। পণ্যবাহী ট্রেন থামত এই স্টেশনে, আর গোডাউনে চলত ব্যস্ততা। ছিল দিন-রাত পণ্য ওঠানামার ভিড়। এখন আর সেই সরগরম দৃশ্য নেই। সময়ের পালাবদলে এর ব্যবহার কমে এসেছে। তবু ইট-কাঠ-পাথরে গড়া সেই ঐতিহাসিক ¯’াপনাটি যেন আজও সাক্ষ্য দি”েছ একসময়ের বাণিজ্যিক সমৃদ্ধির। ¯’ানীয় বাসিন্দা আব্দুল হাকিম জানান, “ছোটবেলায় প্রায়ই দেখতাম এই গোডাউনে ধান আর পাট ভর্তি করা হতো। এখন আর সেসব নেই, কিš‘ গোডাউনটা আজও দাঁড়িয়ে আছে অতীতের স্মৃতি হয়ে।”ইতিহাসবিদ ও ¯’ানীয় গবেষকরা বলছেন, এই গোডাউনটি সংরক্ষণ করা গেলে তা শুধু আলমডাঙ্গার ঐতিহ্যকেই তুলে ধরবে না—পর্যটনের জন্যও হতে পারে একটি আকর্ষণীয় ¯’ান। আলমডাঙ্গা রেলস্টেশন ও এর আশেপাশের পুরনো ¯’াপনাগুলো এই অঞ্চলের বাণিজ্যিক ইতিহাসের এক গুর“ত্বপূর্ণ অধ্যায়। তাই সময় এসেছে এই ঐতিহ্য রক্ষা ও সংরক্ষণের উদ্যোগ নেওয়ার।
Leave a Reply