আলমডাঙ্গা ব্যুরো ॥ চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাতগাড়ী হঠাৎ পাড়ার চান মিয়ার বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় একটি স্বপ্নের আশ্রয়স্থল। চোখের পলকে আগুন গ্রাস করে ঘরবাড়ি, আসবাবপত্র, গবাদিপশু ও পরিবারের সব সম্পদ। অসহায় হয়ে পড়েন চান মিয়া ও তাঁর স্বজনরা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষের হৃদয়ে দুঃখের ঢেউ লাগে। ঠিক সেই সময়ে মানবিকতার হাত বাড়িয়ে দেন (বিএনপি)-এর চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক। তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান এবং ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করেন। শরীফুজ্জামান শরীফ বলেন, “চান মিয়া ও তার পরিবার সম্পূর্ণভাবে ঘর হারিয়েছে। আমি ব্যক্তিগতভাবে তাদের বাড়ি পুনর্র্নিমাণের পুরো ব্যয়ভার গ্রহণ করছি। পাশাপাশি আগামী এক মাসের খাবারের দায়িত্বও আমি নিচ্ছি।” তাঁর এমন অঙ্গীকারে চোখে পানি আসে চান মিয়া পরিবারের। এলাকাবাসী গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “একজন জনপ্রিয় রাজনৈতিক নেতার কাছ থেকে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে দৃষ্টান্ত ¯’াপন করবে এবং অন্যদেরও অনুপ্রাণিত করবে।” ¯’ানীয়রা জানান, আগুনে সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিল চান মিয়া পরিবার। কিš‘ সামাজিক সহমর্মিতা ও শরীফুজ্জামান শরীফের সহায়তা তাদের মনে জাগিয়েছে নতুন করে বাঁচার প্রেরণা। এমন মানবিকতার মাধ্যমে শুধু একটি পরিবার নয়, পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে সহানুভূতি ও ঐক্যের বার্তা। শরীফুজ্জামান শরীফের এই পদক্ষেপ যেন আরও অনেককেই উদ্বুদ্ধ করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে — এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
Leave a Reply