বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম ও খামখেয়ালির অভিযোগে ক্ষুব্ধ খামারিরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার প্রাণিসম্পদ অফিসের সামনের প্রধান সড়কে শতাধিক খামারির অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অংশগ্রহণকারী খামারিরা অভিযোগ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকে কর্মকর্তা মাহমুদুল হক মাঠপর্যায়ে না গিয়ে অফিসকেন্দ্রিক কাজ করছেন। ফলে খামারিরা সময়মতো প্রয়োজনীয় পরামর্শ ও সেবা পাচ্ছেন না। সরকারি প্রণোদনা, ঋণ ও ভর্তুকিমূলক সুযোগ-সুবিধা প্রকৃত খামারিদের না দিয়ে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ ওঠে। স্থানীয় খামারি আব্দুল মালেক বলেন, “আমরা গরু, ছাগল ও হাঁস-মুরগির খামার করে জীবিকা নির্বাহ করি। কিন্তু বর্তমান কর্মকর্তা মাঠে না গিয়ে শুধু কাগজে-কলমে কাজ করছেন। ফলে আমরা প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি।” আরেক খামারি শারমিন আক্তার বলেন, “প্রাণিসম্পদ বিভাগ খামারিদের পাশে না থাকলে আমরা টিকতে পারব না। তাই আমরা দ্রুত এই কর্মকর্তার বদলি চাই।” বক্তারা বলেন, কর্মকর্তার অনিয়ম ও অবহেলার কারণে খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় প্রাণিসম্পদ খাত স্থবির হয়ে পড়েছে। তারা দ্রুত তদন্ত করে মাহমুদুল হককে আলমডাঙ্গা থেকে প্রত্যাহার এবং একজন দক্ষ ও খামারি-বান্ধব কর্মকর্তা নিয়োগের দাবি জানান। মানববন্ধন শেষে উপজেলা প্রশাসনের কাছে লিখিতভাবে বদলির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের খামারি প্রতিনিধি, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, আলমডাঙ্গা উপজেলায় শত শত খামারি গবাদিপশু, হাঁস-মুরগি ও মাছ চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। মাঠপর্যায়ের সঠিক সহযোগিতা না পাওয়ায় অনেক খামারি বর্তমানে আর্থিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। এদিকে মানববন্ধনের সময় এক সাংবাদিক কর্মকর্তা মাহমুদুল হকের বক্তব্যের ভিডিও ধারণ করলে তিনি সাংবাদিকের ক্যামেরা কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলেন। এ ঘটনায় সাংবাদিক মহলেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খামারিদের দাবি, ন্যায্য সেবা ও স্বচ্ছ প্রণোদনা বণ্টনের জন্য দ্রুত পদক্ষেপ নিয়ে প্রাণিসম্পদ খাতকে সচল করতে হবে।
Leave a Reply