কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভায় নেতৃবৃন্দ
কাগজ প্রতিবেদক ॥ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক রফিকুল্লাহ কালবীর ওপর হামলার ঘটনায় কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন কুষ্টিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ। হামলার সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। একই সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার রাতে কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী পরিষদের এক জরুরী সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ এসব কথা বলেন।
গত সোমবার (৭ অক্টোবর) রাতে ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর রফিকুল্লাহ কালবীর ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ হামলার ঘটনার সাথে ক্লাবের তিনজন সদস্য জড়িত থাকার অভিযোগ উঠেছে।
জরুরী সভায় নির্বাহী পরিষদের সিদ্ধান্তে অভিযুক্ত তিন সদস্যের সদস্য পদ সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। পদ স্থগিত হওয়া সদস্যরা হলেন দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহিন আহমেদ জুয়েল, দৈনিক ট্রাইব্যুনাল পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি আমিন হাসান এবং দৈনিক যায়যায় দিন ও গ্লোবাল টিভির কুষ্টিয়া প্রতিনিধি সামিউল আজিম সনি আজিম।
এছাড়াও নির্বাহী পরিষদের সভায় ঘটনার সুষ্ঠু তদন্তে প্রেসক্লাবের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় এবং অভিযুক্তদের কেন স্থায়ীভাবে প্রেসক্লাবের সদস্য পদ বাতিল করা হবে না তা জানতে চেয়ে শোকজ করা হয়েছে। গঠনতন্ত্র মোতাবেক এ বিষয়ে ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।
কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগরের সভাপতিত্বে জরুরি সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারন সম্পাদক এ এম জুবায়েদ রিপন, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, সহ সভাপতি নুরুন্নবী বাবু, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত, কোষাধ্যক্ষ এম লিটন-উজ-জামান, দপ্তর সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক তৌহিদী হাসান, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক নিজাম উদ্দিন, নির্বাহী সদস্য আনিসুজ্জামান ডাবলু, এম এ জিহাদ, এ এইচ এম আরিফ, নুরুল কাদের ও এস এম রাশেদ।
জরুরী সভায় সিদ্ধান্ত নেওয়া হয় কুষ্টিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে এ ঘটনার যথাযথ, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনে এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের জন্য ক্লাবের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, গত সোমবার (৭ অক্টোবর) রাতে ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর রফিকুল্লাহ কালবীর ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় কুষ্টিয়া প্রেসক্লাবের তিনজন সদস্যসহ চার সাংবাদিকের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
Leave a Reply