1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 11:58 am

ভারতে প্রধান বিচারপতির দিকে জুতা নিক্ষেপ, ‘অনুতপ্ত নন’ আইনজীবী

  • প্রকাশিত সময় Wednesday, October 8, 2025
  • 47 বার পড়া হয়েছে

এনএনবি : ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের দিকে সোমবার জুতা ছুড়ে মারেন আইনজীবী রাকেশ কিশোর। এ ঘটনায় তাকে আটক করেছিল দিল্লি পুলিশ। জেরার পর তাকে ছেড়েও দেওয়া হয়। আর এরপরই এই আইনজীবী জানিয়েছেন, তার কৃতকর্মের জন্য তিনি অনুতপ্ত নন। সোমবার সকালে সুপ্রিম কোর্টের এক নম্বর এজলাসে প্রধান বিচারপতি গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি চলার সময় জুতো ছোড়ার ওই ঘটনা ঘটে। এজলাসে উপস্থিত নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে রাকেশকে ধরে ফেলেন। তাকে এজলাসের বাইরে নিয়ে যাওয়া হয়।
তাকে যখন বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন চিৎকার করে স্লোগান দিয়ে তিনি বলছিলেন, “সনাতন ধর্মের অপমান সহ্য করব না।” কেন এত রাগ আইনজীবী রাকেশের? সম্প্রতি খাজুরাহোর জাভেরি মন্দিরে ৭ ফুটের একটি ভগ্নপ্রায় বিষ্ণুমূর্তি সংস্কার করে পুনরায় প্রতিষ্ঠার দাবিতে মামলা করেছিলেন এক ব্যক্তি। প্রধান বিচারপতি গাভাই আবেদন খারিজ করে দিয়ে বলেছিলেন, “এটি পুরোপুরি প্রচারের স্বার্থে করা মামলা। আপনি গিয়ে ভগবানকেই এ বিষয়ে কিছু করতে বলুন।” সেই মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। বিচারপতির মন্তব্য ভাবাবেগে আঘাত করেছিল বলে দাবি করেন রাকেশ। যদিও প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছিলেন, তিনি সব ধর্মকেই সম্মান করেন।
তবে সম্ভবত সেই মন্তব্যের জেরেই প্রধান বিচারপতির উপরে হামলার চেষ্টা করেছিলেন ওই আইনজীবী। একাজ করে অনুতপ্ত নন জানিয়ে রাকেশ বলেন,‘‘আমি এটা করিনি। ঈশ্বর করেছেন। দেশের প্রধান বিচারপতি সনাতন ধর্মকে অপমান করেছেন। ঈশ্বরের নির্দেশেই যা হওয়ার হয়েছে।’’ ওদিকে, ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে প্রধান বিচারপতি বলেন, “আইনজীবীকে বলেছি, বিষয়টি ভুলে যান। আমি এ বিষয়ে বিচলিত হই না। আপনারও হওয়া উচিত নয়।’’ তবে প্রধান বিচারপতি বিষয়টিকে গুরুত্ব দিতে না চাইলেও অভিযুক্ত আইনজীবী রাকেশের সদস্যপদ খারিজ করার কথা জানিয়েছে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন। ২০১১ সাল থেকে বারের অস্থায়ী সদস্য হিসেবে রয়েছেন আইনজীবী রাকেশ কিশোর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640