সভাপতি জুনাইদ সম্পাদক আতিয়ার
দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বেসরকারি ক্লিনিক মালিক সমিতির দুই বছর মেয়াদি ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৌলতপুর সদর বাজার এলাকার দৌলতপুর ক্লিনিকের চেয়ারম্যান এ এইচ এম জুনাইদুর রহমান সভাপতি এবং থানার মোড় এলাকার ফাতেমা ক্লিনিকের পরিচালক আতিয়ার রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।গত মঙ্গলবার রাতে থানার মোড় এলাকার ফাতেমা ক্লিনিকের সভাকক্ষে উপজেলার ২০টি বেসরকারি ক্লিনিক মালিকের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়।নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আল্লারদর্গা এলাকার সিটি ক্লিনিকের মালিক আব্দুল মজিদ (সহ-সভাপতি), আলসেফা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের পরিচালক মেহফুজ হাসান বুলবুল (যুগ্ম সাধারণ সম্পাদক),মহিষকুন্ডি এলাকার র্যাম্প ক্লিনিকের মালিক সাব্বির হোসেন (দপ্তর সম্পাদক), ডাংমড়কা বাজার এলাকার আরোগ্য ক্লিনিকের মালিক রবিউল ইসলাম (অর্থ সম্পাদক), তারাগুনি বাজারের জননী ক্লিনিকের মালিক শাহ্ জামাল (প্রচার সম্পাদক) উপজেলা বাজারের বেবী নার্সিং হোমের পরিচালক তূর্য হোসেন (সাংগঠনিক সম্পাদক) ও তরিকুল ইসলাম (তামিম ক্লিনিক, মহিষকুন্ডি), আব্দুল বাশার (কহিনুর নার্সিং হোম, মথুরাপুর বাজার) ও আব্দুল আলীমকে (মা ক্লিনিক, মহিষকুন্ডি)নির্বাহী সদস্য করা হয়েছে। কমিটির লক্ষ্য ও কার্যক্রম প্রসঙ্গে সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বলেন, “দৌলতপুরের বেসরকারি ক্লিনিকগুলোর মানোন্নয়ন, সঠিক গাইডলাইন বাস্তবায়ন এবং রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য। মানুষের সেবায় আমাদের প্রতিষ্ঠানগুলো যেন আরও দায়িত্বশীলভাবে পরিচালিত হয়—সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব।”
Leave a Reply