কাগজ প্রতিবেদক ॥ গৃহবধু থেকে পারিবারিক কলোহে মানসিক সমস্যা নিয়ে কুষ্টিয়া শহরের ব্যস্ততম এলাকা মজমপুর গেট, রেলষ্টেশন, লালন শাহ পার্কে বিভিন্ন অঙ্গভঙ্গীতে ঘোরাঘুরি। কখনও ত্রীপিচ, কখনও প্যান্ট শার্ট, পরিহিত অত্যান্ত চাকচিক্য পোশাকে রাস্তায় গাড়ির সামনে নাচানাচি, চলন্ত বাইক চালককে পেছন থেকে পিঠের উপর থাপ্পড়। খাবারের দোকানের সামনে চিৎকার, চ্যাচামেঁচি আর তার পেছন পেছন রিক্সাওয়ালা, বখাটে যুবকের সন্দেহাতীত পলকহীন দৃষ্টিতে দিন-রাত কেটেছে সেই ভবঘুরে, গৃহবধুর অবশেষে আশ্রয় হয়েছে গাজীপুর পুর্ণবাসন কেন্দ্রে। কুষ্টিয়া জেলা প্রোবিশন অফিসার আতাউর রহমান কুষ্টিয়ার কাগজকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, গৃহবধু চম্পাকে গত ৬ সেপ্টেম্বর‘ গৃহবধু চম্পা এখন ভবঘুরে, মানুষের হাস্যরসের পাত্র’ শিরোনাম শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর জেলা সমাজ সেবা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তর বেশ নড়ে-চড়ে বসেন। অবশেষে গত ৭ সেপ্টেম্বর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন’র বিষয়টি দৃষ্টি আকর্ষণ হলে তিনি জেলা পুলিশ সুপার, জেলা প্রোবিশন অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে ওই দিন সকাল ১১ টায় প্রোবিশন অফিসার কার্যালয়ের দায়িত্বরত দুজন এবং সঙ্গীয় ফোর্সসহ শহরের মজমপুর গেট থেকে তাকে ধরে প্রথমে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে আসে। পরে তাকে রাতে কারাগার হেফাজতে রাখার পর সকালে কুষ্টিয়া জেলা প্রশাসক গাজীরপুর জেলা প্রশাসকের সাথে আলোচনা করে তাকে কড়াপাহারায় গাজীপুর নারীপুর্ণবাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে গৃহবধু চম্পা এখন সেখানে আশ্রিতা রয়েছেন। একটি দায়িত্বশীল সুত্র জানিয়েছে, তাকে মানসিক চিকিৎসাসহ প্রয়োজনীয় কাউন্সিলিং করা হচ্ছে। এবং পরে তার পরিবারের সাথে যোগাযোগ করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, গৃহবধু চম্পা। তার বাড়ী মেহেরপুর জেলার জোড়াপুকুরে। বিদ্যালয় থেকে কলেজ পর্যন্ত লেখাপড়া করেছেন। তার পর দীর্ঘ ১৫ বছর বিদেশে থেকেছে। সেখানে থাকা অবস্থায় বিয়ে হয়েছিল। তাদের ঘর জুড়ে একটি সন্তানও রয়েছে। সন্তানটির বয়স ৫ বছর। সতীনের সংসার হওয়ায় হটাৎ মাথা-এলোমেলো হয়ে যায়। তার পর আর কি। চাকচিক্য, পোশাকেই ঘর ছাড়া। কুষ্টিয়া শহরে এসে আশ্রয় নিয়ে ছিল। একটি মানসিক ভারসাম্যহীন, যুবতি, নারীর সুরাক্ষায় গত তিনমাস সরকারী অনেক দপ্তরে, অনেক ব্যক্তির কাছে হস্তক্ষেপ চাওয়া হয়েছে কিন্তু বিষয়টি তেমন কেউ গুরুত্ব দেয়নি। অবশেষে পত্রিকায় প্রকাশিত রিপোর্টের প্রেক্ষিতে জেলা প্রশাসকের হস্তক্ষেপে মেয়েটির পুর্ণাবাসন কেন্দ্রে আশ্রয় হয়েছে। তার চিকিৎসাও চলছে। এতে এলাকাবাসী জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
Leave a Reply