আলমডাঙ্গা ব্যুারো ॥ “আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়ও উদযাপিত হলো জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫। এ উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ মেহেদী ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, ও সি সি হিরোজ কবির, বি আর ডিবি কর্মকর্তা সেলিম রেজা, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ বশিরুল আলম সহ শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সামাজিক সংগঠনের কর্মীরা।পরবর্তী সময়ে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন— কন্যাশিশুর স্বপ্ন বাস্তবায়নের জন্য সমাজের দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন জরুরি। প্রতিটি শিশুর সমান অধিকার ও সম্ভাবনা আছে। এই সম্ভাবনাকে বিকশিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ মেহেদী ইসলাম বলেন, “কন্যাশিশুর অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টি ও সুযোগের দরজা খুলে দিতে হবে। আমাদের কন্যারা একদিন দেশের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” আলোচনা শেষে কন্যাশিশুদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। সার্বিক আয়োজনে ছিল তারুণ্যের উচ্ছ্বাস, কন্যাশিশুর আত্মবিশ্বাস ও ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ গড়ার এক দৃঢ় অঙ্গীকার।
Leave a Reply