আলমডাঙ্গা ব্যুরো ॥ আলমডাঙ্গা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত –এর আলমডাঙ্গা শাখায় কর্মরত সাতজন কর্মকর্তা-কর্মচারীর চাকরি থেকে গতকাল হঠাৎ করেই চলে গেছে। সকাল থেকেই শাখায় কর্মরতদের মধ্যে ছিল চাপা উত্তেজনা। দুপুরে চাকরিচ্যুত সাতজন হাতে পেলেন টার্মিনেশন লেটার—এর পরই ব্যাংকের সামনের এক চায়ের দোকানে বসে তারা বাড়ি ফেরার প্রস্তুতি নিয়ে আলোচনা করছিলেন।চাকরিচ্যুতদের একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমাদের নিয়োগ চট্টগ্রাম কেন্দ্রিক একটি বিশেষ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে হয়েছিল। সেই নিয়োগকে এখন অবৈধ ঘোষণা করে বাতিল করা হয়েছে। আজই অফিসে এসে হাতে টার্মিনেট লেটার পাই। এখন বাড়ি চলে যাচ্ছি।”তাদের মধ্যে রয়েছেন ক্যাশ অফিসার, জুনিয়র অফিসার ও সহায়ক কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের ব্যাংককর্মী। দীর্ঘদিন ধরে তারা শাখাটিতে দায়িত্ব পালন করে আসছিলেন। ব্যাংক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অঞ্চলে নিয়োগ সংক্রান্ত কিছু অনিয়ম ও অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয়ভাবে তদন্ত হয়। সেই তদন্তের ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট নিয়োগপ্রাপ্তদের চাকরি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রভাব পড়েছে দেশের বিভিন্ন শাখায়, যার মধ্যে আলমডাঙ্গা শাখাও রয়েছে।চাকরিচ্যুত কর্মীদের একজন আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “বছরের পর বছর পরিশ্রম করার পর এমন হঠাৎ সিদ্ধান্ত আমাদের জীবনে অন্ধকার নামিয়ে আনলো। পরিবার নিয়ে এখন কী করবো—ভাবতে পারছি না।”স্থানীয়দের ভাষ্য, ব্যাংকের এই হঠাৎ সিদ্ধান্ত শুধু চাকরিচ্যুত কর্মীদেরই নয়, পুরো শাখার পরিবেশেও প্রভাব ফেলেছে। স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও এ নিয়ে নানান আলোচনা চলছে। শাখা ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ইসলামী ব্যাংকে চট্টগ্রাম কেন্দ্রিক নিয়োগ নিয়ে প্রশ্ন উঠছিল। তদন্ত শেষে পর্যায়ক্রমে বিভিন্ন শাখায় কর্মরত নিয়োগপ্রাপ্তদের চাকরি বাতিলের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
Leave a Reply