মিরপুর প্রতিনিধি ॥ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সফল সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলামের নির্দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মিরপুর পৌরসভার মধ্যে অবস্থিত বৃহৎ পশু হাটে ও মিরপুর বাজারে পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু, যুগ্ম আহবায়ক ইফতেখার আলম শিল্পু, নাসিরুজ্জামান রানা, মাহমুদা চৌধুরী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিলন মন্ডল, পৌর ছাত্রনেতা নাসিম মন্ডল, স্বেচ্ছাসেবক নেতা তুজাম আলী ৩১ দফার এ লিফলেট বিতরণ করেন। অন্যদিকে মালিহাদ ইউনিয়নে মালিহাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি নূর-এ আল আমিন বুলবুল রাজনগর শান্তি বাজারে নেতা-কর্মীদের নিয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
Leave a Reply