ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বামনপাড়া গ্রামের ইটভাটা শ্রমিক শাহাদাত জোরপূর্বক তার মালিকানাধীন জমি দখল করার অভিযোগ এনে পোল্ট্রি ফার্মের মালিক শাহিনের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার বিকেলে বামনপাড়া গ্রামে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সে জানায়, দীর্ঘদিন ধরে শাহীন পতিত আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে শাহাদাতের মালিকানাধীন জমি দখল করে রাখছে। আওয়ামী সরকারের পতনের পরেও সে নানা ষড়যন্ত্র চালিয়ে আসছে বলে অভিযোগ তুলেছেন তিনি। এ বিষয়ে প্রতিবাদ জানালে উল্টো শাহাদাতের বিরুদ্ধেই ভেড়ামারা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে প্রকৃত ভূমির মালিক তার জমি ফিরে পান এবং অন্যায়ভাবে হয়রানির শিকার না হন। সাংবাদিক সম্মেলনের শাহাদত বলেন, দিন কয়েক আগে উভয় পক্ষের মধ্যে এক আপোষনামা সম্পন্ন হয়েছিল। কিন্তু বর্তমানে উক্ত আপোষনামার শর্ত ভঙ্গ করে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে চলেছে শাহীন। সাংবাদিক সম্মেলনে সে আরো জানায়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সে এলাকায় অনেক দখলবাজি এবং নির্যাতনমূলক কাজ করেছে। বর্তমানে অর্থের জোরে ও প্রভাব খাটিয়ে সে এই ভুক্তভোগী পরিবারের উপরে নগ্ন হস্তক্ষেপ করছে।
Leave a Reply