বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা এক মামলার আসামিকে গ্রেফতার করেছে। সোমবার (৭ অক্টোবর ২০২৫) বিকেলে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত যুবক সাদিক হোসেন (২৩), পিতা মোঃ মুকুল, সাং- বাহিরচর, ইউনিয়ন মসলেমপুর, থানা ভেড়ামারা, জেলা কুষ্টিয়া। মামলার বাদী মোছাঃ তানজিলা তাবাচ্ছুম ঐশী (২২), পিতা মোঃ সহিদুর রহমান, সাং- কালিদাসপুর, থানা আলমডাঙ্গা, জেলা চুয়াডাঙ্গা। এজাহার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ফেসবুকে আসামী সাদিক হোসেনের সঙ্গে বাদীর পরিচয় হয়। এরপর আসামী বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাদীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগ রাখে।গত ২৫ জানুয়ারি ২০২৫ তারিখে আসামী জন্মদিনের দাওয়াতের কথা বলে বাদীকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আল্লারদরগা এলাকায় তার নানার বাড়িতে নিয়ে যায়। সেখানে বাদীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে তার অজান্তে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরবর্তীতে আসামী ওই ছবি ও ভিডিও ব্যবহার করে বাদীকে ব্ল্যাকমেইল করতে থাকে এবং হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠিয়ে ভয়ভীতি দেখায়। বাদীকে বিভিন্ন স্থানে দেখা করার জন্য চাপ সৃষ্টি করে এবং অশ্লীল ভিডিও মুছে ফেলার অনুরোধে একাধিকবার দেখা করার ঘটনাও ঘটে। সর্বশেষ ৬ অক্টোবর ২০২৫ বিকেলে আলমডাঙ্গা রেলস্টেশনে বাদীকে নিতে আসে আসামী। বিষয়টি বাদী তার স্বামীকে জানালে স্বামী ও আত্মীয়স্বজনরা উপস্থিত হয়ে আসামীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন।এ ঘটনায় বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা থানায় মামলা নং- ১১, তাং- ০৭/১০/২০২৫, ধারা- ৮(১)/৮(২)/৮(৩) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এবং ধারা ৩২৩ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী মামলা রুজু হয়েছে।আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদুর রহমান, পিপিএম জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
Leave a Reply