আলমডাঙ্গার বড় পুটিমারীতে নেমে এসেছে শোকের ছায়া
মীর ফাহিম ফয়সাল, আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের বড় পুটিমারী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজনুর রহমান (৫০) নামে এক অটোচালকের করুণ মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) ভোরবেলা নিজ বাড়িতে ঘটে এই মর্মান্তিক ঘটনা। মৃত মজনুর রহমান ওই গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। পেশায় তিনি অটোচালক ছিলেন। পরিবারে স্ত্রী ও একমাত্র ছেলে সন্তান রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, মজনুর রহমান রোববার রাতে প্রতিদিনের মতো নিজের অটোটি চার্জে দিয়েছিলেন। সোমবার ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে তিনি চার্জার খুলতে গিয়ে অসাবধানতাবকু বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।” অটোচালক মজনুর রহমানের আকস্মিক মৃত্যুর খবরে গোটা বড় পুটিমারী গ্রামে নেমে আসে শোকের ছায়া। এলাকার মানুষ বলেন, তিনি ছিলেন শান্ত, পরিশ্রমী ও সৎ স্বভাবের মানুষ। প্রতিবেশী রফিকুল ইসলাম বলেন,“মজনুর ভাই প্রতিদিন ভোরে গাড়ি নিয়ে বের হতেন। তাঁর হাসিমুখ আর সাদামাটা জীবন আমাদের হৃদয়ে থাকবে অনেক দিন।”এই ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট হলো বিদ্যুৎ ব্যবহারে সামান্য অসাবধানতাও বড় বিপর্যয় ডেকে আনতে পারে। বিশেষ করে অটো ও ব্যাটারিচালিত যানবাহনের চার্জিংয়ে নিরাপত্তা ব্যবস্থা মেনে চলা অত্যন্ত জরুরি। বড় পুটিমারী গ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সহকর্মী অটোচালকরা মজনুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। “তিনি ছিলেন আমাদের গ্রামের এক পরিশ্রমী মানুষ। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এভাবে চলে যাবেন, তা কেউ ভাবতেও পারেনিৃ” এক স্বজনের কান্নাভেজা কণ্ঠে এভাবেই প্রতিধ্বনিত হচ্ছিল বড় পুটিমারী গ্রামজুড়ে।
Leave a Reply