বশিরুল আলম, আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গা সদর উপজেলার কুলচারাস্থ এলাকায় রেললাইনের ওপর থেকে এক অজ্ঞাত নারীর ছিন্নভিন্ন মরদেহের অংশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) সকালে রেললাইন পরিদর্শনের সময় শ্রমিকরা মরদেহের টুকরো দেখতে পেয়ে রেলওয়ে স্টেশন মাস্টারকে খবর দেন। পরে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের অংশগুলো উদ্ধার করে। রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত যেকোনো সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। নিহত নারীর মাথা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল, কোমর থেকে নিচের অংশও আলাদা অবস্থায় পাওয়া যায়। শরীরের বিভিন্ন অংশ প্রায় ৩০ থেকে ৪০ জায়গায় ছিন্নভিন্ন হয়ে রেললাইনের আশপাশে ছড়িয়ে ছিল। এমনকি হাতের আঙুলগুলোও ঘটনাস্থল থেকে প্রায় ২০০ মিটার দূরে পাওয়া গেছে— যা বন্যপ্রাণী টেনে নিয়ে যেতে পারে বলে ধারণা করছে পুলিশ।চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু জানান, “ঘটনাটি জানার পরপরই মরদেহের পরিচয় শনাক্তে ঝিনাইদহের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অবহিত করা হয়। তবে তারা পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হয়েছেন। পরবর্তীতে জেলা প্রশাসকের অনুমতিক্রমে আঞ্জুমান মফিদুল ইসলামকে মরদেহ দাফনের দায়িত্ব দেওয়া হয়েছে।” ঘটনাটি সন্দেহজনক মনে হচ্ছে কিনা জানতে চাইলে এসআই জগদীশ চন্দ্র বলেন, “মুখমণ্ডল দেখে ধারণা করা যাচ্ছে তিনি বয়স্ক নারী। সম্ভবত ভিক্ষুক বা মানসিক ভারসাম্যহীন কেউ ছিলেন। ঘটনাস্থলের আশপাশে কোনো বসতি না থাকায় কেউ ঘটনার প্রত্যক্ষদর্শী নন। মরদেহের টুকরোগুলোও আলাদা আলাদা স্থানে পড়ে ছিল, যা দুর্ঘটনারই ইঙ্গিত দেয়।”স্থানীয়দের মতে, রেললাইন এলাকায় দীর্ঘদিন ধরে পথচারী ও ভবঘুরে মানুষদের যাতায়াত রয়েছে। তবে এমন ভয়াবহ দৃশ্য আগে দেখা যায়নি। মরদেহ উদ্ধারের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তে এখনো তৎপরতা চলছে। কেউ যদি ওই নারীর সন্ধান জানেন, তাহলে চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি বা স্থানীয় থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply