1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 3:49 am
শিরোনাম :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ কুষ্টিয়ায় দৌলতপুরে সন্তান হত্যা করে মায়ের আত্মহত্যা কুমারখালীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে মেহেদী রুমীঃ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন চালের দাম নি¤œমুখী, ৪০ টাকা বেড়েছে পেঁয়াজে ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই: প্রেস সচিব গণতন্ত্র ধ্বংসের নতুন চক্রান্ত চলছে: ফখরুল আইএমএফের সঙ্গে বৈঠক নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়াবে না সরকার আকবর-মোসাদ্দেকের নৈপুন্যে শ্রীলংকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ শসা চীন-রাশিয়ার প্রভাব মোকাবেলায় মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক

গণমাধ্যমে খবর সংগ্রহে ছেত্রীয়াই যত বাধা! কুষ্টিয়া শহরের মাঝে একখন্ড নেপাল

  • প্রকাশিত সময় Monday, October 6, 2025
  • 35 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিলপাড়া এলাকায় একশ বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন ২০টি নেপালি পরিবার। বাংলাকে আপন করে নিয়ে বংশপরম্পরায় বাস করলেও ধরে রেখেছেন পূর্বপুরুষের সংস্কৃতি। কিন্তু নেপালীদের নিয়ে চমকপ্রদ এবং সৃষ্টিশীল খবর সংগ্রহে বড় বাধা হচ্ছেন ওদের নেত্রী ‘ ছেত্রীয়াই’ যত বাধা। টিভি ক্যামেরা দেখলে তেড়ে আসেন। খবর সংগ্রহের কথা বললেতো কথাই নেই। না— না— বাবু কোন ছবি নেয়া যাবে না, কোন খবর হবে না, নিষেধ আছে, এমন নানা ওজর আপত্তি দেখিয়ে তিনি টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের এলাকা ছাড়া করেন। তাই কুষ্টিয়া শহরের নেপালীদের নিয়ে খবর সংগ্রহে ‘ নেপালী নেত্রী ছেত্রীয়াই যত বাধা বলে জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যম কর্মিরা।
জানা যায়, কুষ্টিয়া শহরের মিলপাড়ার ওই এলাকাটি নেপালি পরিবারগুলোর কারণে এলাকাটি সবার কাছে নেপালি পাড়া নামেই পরিচিত। কুষ্টিয়ার মিলপাড়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী মোহিনী মিল। ১৯০৮ সালে মিলে কাজ করতে আসেন নেপালের ৫০টি পরিবার। বিভিন্ন কারণে একসময় মিলটি বন্ধ হয়ে গেলেও বাংলাদেশেই থেকে যান ২০টি পরিবার। আর এলাকাও পরিচিতি পায় নেপালি পাড়া নামে। কয়েক প্রজন্ম ধরে এ দেশে বাস করা নেপালিরা বাংলাতেই কথা বলেন। তবে, একই সাথে ধরে রেখেছেন নেপালি সংস্কৃতি। নেপালের আত্মীয়-পরিজনের সঙ্গেও আছে যাওয়া-আসা। সমাজপ্রধান রাজ বল্লভ যোশী বলেন, ‘আমরা নেপালি হলেও বাংলা ভাষায় কথা বলি। আর যদি আমাদের আত্মীয়স্বজন আসে, তাদের সঙ্গে আমাদের মাতৃভাষাতেই কথা বলি। এখানে আমরা আজ বহু বছর ধরেই আছি।’ নেপালি সংস্কৃতির ধারক-বাহক এই পরিবারগুলোর কারণে স্থানীয়দের কাছেও এই এলাকার ভিন্ন আকর্ষণ আছে। এ যেন কুষ্টিয়া শহরের মাঝেই একখন্ড নেপাল। একজন নেপালি বলেন, ‘আমরা এখন স্থানীয় হয়ে গিয়েছি। এ জায়গা ছাড়া আর কোথাও ভালো লাগে না। নিজের দেশে গেলেও ভালো লাগবে না। নেপালে ফিরে যাওয়ার জন্য আত্মীয়স্বজনরা বলে, কিন্তু আমরা তো এই পরিবেশেই বড় হয়েছি, ওখানে গিয়ে মানিয়ে নেওয়া কঠিন হবে।’ স্থানীয় একজন বাসিন্দা বলেন, ‘এরকম নেপালি আরও যারা আশেপাশে আছে, ঠিক আমরা যেভাবে চলি, ওনারাও একইভাবে চলেন। আপন পর বলে ভেদাভেদ নাই।’ দীর্ঘদিন ধরে কুষ্টিয়ায় বসবাস করায় এই নেপালি পরিবারের সন্তানেরা স্কুল-কলেজে লেখাপড়া করে কাজ করছেন নানা প্রতিষ্ঠানে। আদি পরিচয় নেপালি হলেও বাংলাদেশই এখন তাদের দেশ। তবে তাদের নিয়ে গণমাধ্যমে খবর সংগ্রহে বাধা হওয়া প্রসঙ্গে স্টার নিউজের কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলাম জানিয়েছেন, কুষ্টিয়া শহরের নেপালীদের নিয়ে একটা প্যাকেজ করতে সিন্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ওই মহিলা ( ছেত্রীয়া)’র জন্য কিছুতেই করতে পারলাম না। অবশেষে এলাকার বাঙ্গালী মুরুব্বী, ঠাকুর ধরেও কাজ হয়নি। তিনি আরও জানান, আমি যতদুর জানি। নেপালীদের অনেক সমস্যা রয়েছে। বিশেষ করে বাসস্থান, চিকিৎসাসহ নানা বিষয়ে মিডিয়ায় এ সংবাদগুলো আসলে হয়তো তাদের জন্য সরকারীভাবে কিছু কাজ হতো। অনেক মানবিক সংগঠনও কাজ করতে পারতো। কিন্তু একজন মানুষের জন্য একটি সম্প্রদায় মিডিয়া থেকে বঞ্চিত। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640