আলমডাঙ্গা প্রতিনিধি ॥ “শিক্ষক গড়বে স্মার্ট বাংলাদেশ”— এ প্রতিপাদ্য নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা, যেখানে শিক্ষক সমাজের মর্যাদা, আধুনিক শিক্ষা ব্যবস্থার চ্যালেঞ্জ এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম । তিনি বলেন, “শিক্ষকরা শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন, তারা একজন মানুষকে আলোকিত নাগরিক হিসেবে গড়ে তোলার কারিগর। স্মার্ট বাংলাদেশ গঠনে প্রতিটি শিক্ষকের নিষ্ঠা, সততা ও মূল্যবোধই হবে প্রধান চালিকাশক্তি।”আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন।শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মোঃ ইমরুল হক, আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারী অধ্যাপকবৃন্দ, আলমডাঙ্গা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ, সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন, আলমডাঙ্গা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন (এটম) ও মোঃ গিয়াস উদ্দিন।এছাড়া প্রাথমিক শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা মোঃ জহুরুল হক, শিক্ষক নেতা ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ বিপ্লব হোসেন, এবং উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক শাহিন সাঈদ, যিনি অনুষ্ঠানের উপস্থাপনাও করেন। বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়— শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত উদ্যোগেই একটি দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব। শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও মর্যাদা রক্ষায় প্রশাসন ও সমাজের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান তারা।শেষে শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, “শিক্ষকই জাতির দিশারী। তাঁর হাতেই নির্ভর করে ভবিষ্যৎ বাংলাদেশ।”
Leave a Reply