বশিরুল আলম আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গার আলোচিত মামলার অভিযুক্ত মোঃ আলাউদ্দিন ডিএনএ পরীক্ষায় জৈবিক পিতা হিসেবে প্রমাণিত হওয়ার পরও জামিনে মুক্ত থেকে ভিকটিম পরিবারকে হত্যার হুমকি দিচ্ছেন—এমন অভিযোগ উঠেছে। এতে মামলার বাদিনী ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন মোঃ আলাউদ্দিন। পরবর্তীতে আদালতের নির্দেশে ভিকটিম ও সংশ্লিষ্টদের ফরেনসিক ডিএনএ পরীক্ষা করা হয়। বাংলাদেশ পুলিশ সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি (মেমো নং ২৪-০৩৮১৪/১, তারিখ ২৩ জানুয়ারি ২০২৫) এর রিপোর্টে নিশ্চিত করা হয়েছে—মোঃ আলাউদ্দিনই নবজাতক ফারজানার জৈবিক পিতা। তবে আদালত থেকে জামিনে মুক্ত হওয়ার পর আলাউদ্দিন সামাজিকভাবে নিজেকে ভদ্রলোক হিসেবে উপস্থাপন করছেন এবং বাদিনীকে মামলা তুলে নিতে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাদিনী জানিয়েছেন, “বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ঘরছাড়া হয়ে আছি। আমি ও আমার পরিবার পুলিশ ও প্রশাসনের কাছে সুরক্ষা ও দ্রুত বিচার চাই।”অন্যদিকে, মোঃ আলাউদ্দিন মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। ডিএনএ রিপোর্টের বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত।” স্থানীয়রা বলছেন, “ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হওয়ার পরও অভিযুক্তের মুক্তভাবে চলাফেরা আইন ও ন্যায়বিচারের প্রতি চরম অমান্যতা।”ভিকটিম পরিবার ও এলাকাবাসীর দাবি, অভিযুক্তের জামিন বাতিল করে দ্রুত বিচার নিশ্চিত করা হোক এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।
Leave a Reply