আলমডাঙ্গা ব্যুরো ? চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে এবারও সফলতা মিলেছে। গত শনিবার গতকাল সন্ধ্যায় আলমডাঙ্গা পৌরসভার স্টেশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬০ (ষাট) পিচ ঞধঢ়বহঃধফড়ষ ঞধনষবঃসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ক্যাম্প এলাকায় নিয়মিত মোবাইল ডিউটি ও মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ স্টেশনপাড়ার রেললাইনের উত্তর পাশে ভেটুল গাছতলা সংলগ্ন ইটের রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। অভিযানে মোছাঃ বৃষ্টি খাতুন (৩২) ও তার স্বামী মোঃ পিকু মন্ডল (৩৪) — উভয়ই স্টেশনপাড়া এলাকার বাসিন্দা — কে ৬০ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।উদ্ধারকৃত আলামত জব্দ করে আইনি প্রক্রিয়া সম্পন্নের পর আলমডাঙ্গা থানায় তাদের বিরুদ্ধে মামলা নং-০৬, তারিখ ০৪/১০/২০২৫ খ্রিঃ, ধারা ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ জনাব মাসুদুর রহমান জানান, “মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এ ধরনের অপরাধে জড়িত কেউই ছাড় পাবে না। সমাজ থেকে মাদক নির্মূল করতে পুলিশ বদ্ধপরিকর।” স্থানীয় সচেতন মহল পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে আলমডাঙ্গা শিগগিরই মাদকমুক্ত এলাকায় পরিণত হবে।
Leave a Reply