ঢাকা অফিস ॥ গত সেপ্টেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৪৪৬টি। নিহত ৪১৭ জন এবং আহত ৬৮২ জন। নিহতের মধ্যে নারী ৬৩, শিশু ৪৭ । ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৪৩ জন, যা মোট নিহতের ৩৪.২৯ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৩.৮৫ শতাংশ। দুর্ঘটনায় ১১২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৬.৮৫ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৬ জন, অর্থাৎ ১৩.৪২ শতাংশ। এই সময়ে ১৭টি নৌ-দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ৬ জন নিখোঁজ রয়েছেন। ২৯টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
যানবাহন ভিত্তিক নিহতের চিত্র:
দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়- মোটরসাইকেল চালক ও আরোহী ১৪৩ জন (৩৪.২৯%), বাসের যাত্রী ৩৫ জন (৮.৩৯%), ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর আরোহী ২৩ জন (৫.৫১%), প্রাইভেটকার আরোহী ৮ জন (১.৯১%), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান) ৬৯ জন (১৬.৫৪%), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্র) ১৬ জন (৩.৮৩%) এবং বাইসাইকেল ও রিকশা আরোহী ১১ জন (২.৬৩%) নিহত হয়েছেন।
দুর্ঘটনা সংঘটিত সড়কের ধরন: রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬১টি (৩৬.০৯%) জাতীয় মহাসড়কে, ১৩৯টি (৩১.১৬%) আঞ্চলিক সড়কে, ৫৭টি (১২.৭৮%) গ্রামীণ সড়কে এবং ৮৯টি (১৯.৯৫%) শহরের সড়কে সংঘটিত হয়েছে।
দুর্ঘটনার ধরন: দুর্ঘটনাসমূহের ৯২টি (২০.৬২%) মুখোমুখি সংঘর্ষ, ১৭১টি (৩৮.৩৪%) নিয়ন্ত্রণ হারিয়ে, ১১৯টি (২৬.৬৮%) পথচারীকে চাপা/ধাক্কা দেয়া, ৫৮টি (১৩%) যানবাহনের পেছনে আঘাত করা এবং ৬টি (১.৩৪%) অন্যান্য কারণে ঘটেছে।
দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহন: দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে- ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি-লরি-ড্রাম ট্রাক ২৫.৫৬%, যাত্রীবাহী বাস ১৮%, মাইক্রোবাস-প্রাইভেটকার-জীপ ৩.৯৩%, মোটরসাইকেল ২৪.০৫%, থ্রি-হুইলার (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা) ১৫.২৭%, স্থানীয়ভাবে তৈরি যানবাহন (নসিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্র-ভ্যানগাড়ি) ৬.৬৫%, বাইসাইকেল-রিকশা ২.৮৭% এবং অজ্ঞাত যানবাহন ৩.৬৩%।
দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা: দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ৬৬১টি। (বাস ১১৯, ট্রাক ১০৪, কাভার্ডভ্যান ২১, পিকআপ ১৮, ট্রাক্টর ৬, ট্রলি ৭, লরি ৫, ড্রাম ট্রাক ৮, মাইক্রোবাস ৭, প্রাইভেটকার ১৬, জীপ ৩, মোটরসাইকেল ১৫৯, থ্রি-হুইলার ১০১ (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা), স্থানীয়ভাবে তৈরি যানবাহন ৪৪ (নসিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্র-ভ্যানগাড়ি), বাইসাইকেল ৭, রিকশা ১২ এবং অজ্ঞাত যানবাহন ২৪টি।
দুর্ঘটনার সময় বিশ্লেষণ: সময় বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনাসমূহ ঘটেছে ভোরে ৭.৮৪%, সকালে ৩০.০৪%, দুপুরে ২০.৬২%, বিকালে ১০.৭৬%, সন্ধ্যায় ৭.১৭% এবং রাতে ২৩.৫৪%। দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান: দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে দুর্ঘটনা ২৮.৬৯%, প্রাণহানি ২৯.৭৩%, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১৮.৮৩%, প্রাণহানি ১৮.৯৪%, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ২৪%, প্রাণহানি ২২.৩০%, খুলনা বিভাগে দুর্ঘটনা ৬.৭২%, প্রাণহানি ৬.২৩%, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৩.৫৮%, প্রাণহানি ৩.৩৫%, সিলেট বিভাগে দুর্ঘটনা ৮.২৯%, প্রাণহানি ৮.৮৭%, রংপুর বিভাগে দুর্ঘটনা ৪.৪৮%, প্রাণহানি ৫.০৩% এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৫.৩৮%, প্রাণহানি ৫.৫১% ঘটেছে।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২৮টি দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন। বরিশাল বিভাগে সবচেয়ে কম ১৬টি দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় ৫২টি দুর্ঘটনায় ৪৫ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম মাগুরা জেলায়। এই জেলায় ৮টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৪২টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন।
নিহতদের পেশাগত পরিচয়: গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায়, পুলিশ সদস্য ২ জন, শিক্ষক ৭ জন, সাংবাদিক ৩ জন, বিভিন্ন ব্যাংক-বীমা কর্মকর্তা ও কর্মচারী ৬ জন, এনজিও কর্মী ৭ জন, ইউপি সদস্য-সহ রাজনৈতিক নেতা-কর্মী ৬ জন, স্থানীয় পর্যায়ের বিভিন্ন ব্যবসায়ী ১৮ জন, ঔষধ ও বিভিন্ন পণ্যসামগ্রী বিক্রয় প্রতিনিধি ৯ জন, উদীচী কর্মী ১ জন, মোটর মেকানিক ২ জন, পোশাক শ্রমিক ৪ জন, নির্মাণ শ্রমিক ৩ জন, কৃষি শ্রমিক ৩ জন, চা শ্রমিক ১ জন, এবং ৪৯ জন শিক্ষার্থী নিহত হয়েছে।
সড়ক দুর্ঘটনার প্রধান কারণসমূহ: ১. ত্রুটিপূর্ণ যানবাহন; ২. ত্রুটিপূর্ণ সড়ক; ৩. বেপরোয়া গতি; ৪. চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা; ৫. বেতন-কর্মঘন্টা নির্দিষ্ট না থাকা; ৬. মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল; ৭. তরুণ-যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো; ৮. জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার।
Leave a Reply