বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নে কোরআনের হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান এক উজ্জ্বল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বাদেমাজু বাদল স্মৃতি একাডেমী হলরুমে ডাউকি ইউনিয়ন জামায়াতের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাউকি ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ মজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি মোঃ হোসাইন টিপু, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মামুন রেজা, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম এবং ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম। অনুষ্ঠানের এক পর্যায়ে ৪২ জন পবিত্র কোরআনের হাফেজকে রজনীগন্ধা ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “কোরআনের সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে হাফেজদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ইতোমধ্যে বাংলাদেশের বহু হাফেজ আন্তর্জাতিক অঙ্গনে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন। আমি সবার সাফল্য ও কল্যাণ কামনা করি।”
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ শরিফুল ইসলাম।
Leave a Reply