কাগজ প্রতিবেদক ॥ পাবনার ঈশ্বরদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার ডিগ্রী চর কলাবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন – নজরুল, তৌহিদুল, রাসেল, মনিরুল ও শফি সরদার। তারা দীর্ঘদিন ধরে সরকারি অনুমতি ও ইজারা ছাড়াই পদ্মা নদীর চর এলাকা থেকে বালু উত্তোলন করে আসছিল বলে স্থানীয়রা জানান। অভিযান পরিচালনা করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান। এ সময় তার সঙ্গে ছিলেন নৌ-পুলিশের লক্ষীকুন্ডা থানার অফিসার ইনচার্জ ও ঈশ্বরদী থানা পুলিশের একটি দল। ইউএনও মনিরুজ্জামান বলেন, “বিনা অনুমতিতে বালু উত্তোলন নদী ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব কর্মকাণ্ড বন্ধে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। আজকের অভিযানে জড়িত ৫ জনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় একটি চক্র বিনা ইজারায় পদ্মা নদীর চর থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। এতে নদী ভাঙন, পরিবেশ বিপর্যয় ও স্থানীয় কৃষিজমি হুমকির মুখে পড়ে। এ ব্যাপারে স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ বালু খেকোদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
Leave a Reply