আলমডাঙ্গা ব্যুরো: শরতের আকাশে ভেসে আসা পুজোর আমেজের মতোই গতকাল সকাল থেকেই আলমডাঙ্গার বিভিন্ন বাজারে ভিড় জমে ইলিশপ্রেমীদের। কারণ দিনটি ছিল ইলিশ বিক্রির শেষ দিন। সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে শেষবারের মতো পছন্দের মাছ কিনতে ছুটে আসেন অসংখ্য ক্রেতা। তবে বাজারের ছবিটা ছিল খানিক ভিন্ন—ভিড় থাকলেও দামে মেলেনি স্বস্তি। বাজার ঘুরে দেখা যায়, সকাল থেকেই ইলিশ কেনার হিড়িক থাকলেও দাম ছিল আগের মতোই চড়া। ক্রেতাদের প্রত্যাশা ছিল শেষ দিনে দাম কিছুটা কমে আসবে। কিন্তু সেই আশা পূরণ হয়নি। হাসিবুল নামে এক ক্রেতার ক্ষোভ ঝরে পড়ল কথায়— “প্রতি বছর নিষেধাজ্ঞার আগে অন্তত কিছুটা দাম কমে। কিন্তু এবার তার ছিটেফোঁটাও হলো না। দাম আগের মতোই বেশি, সাধারণ ক্রেতার নাগালের বাইরে।”অন্যদিকে বিক্রেতারা দামের যৌক্তিকতা তুলে ধরেন ভিন্নভাবে। তাঁদের দাবি, পাইকারি বাজারে দাম না কমায় খুচরো পর্যায়েও ছাড় দেওয়া সম্ভব হয়নি। বরং কেউ কেউ বলছেন, লোকসানে মাছ বিক্রি করতে তাঁরা নারাজ। সোহরাব নামের এক মৎস্য ব্যবসায়ীর বক্তব্য, “বিক্রি না হলে প্রয়োজনে বাড়িতে নিয়ে রান্না করে খাব, তারপরও লসে বিক্রি করব না।” দামের হিসাব ঘুরে দেখা গেছে— ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ১৫০০ থেকে ২০০০ টাকায়। দুই কেজি ওজনের ইলিশ মিলেছে ৯০০ থেকে ১০০০ টাকা কেজি দরে। আর চার-পাঁচটা মাছ মিলে এক কেজি বিক্রি হয়েছে ৬০০ থেকে ৭০০ টাকায়। এমন দামে ক্রেতাদের হতাশা স্পষ্ট। অনেকে শুধু ইলিশ কেনার আগ্রহে বাজারে গেলেও শেষ পর্যন্ত হাত গুটিয়ে ফিরতে দেখা গেছে। সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী আগামী কয়েক সপ্তাহ ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ বন্ধ থাকবে। তাই এই দিনটিই ছিল শেষ সুযোগ। তবুও ক্রেতাদের প্রত্যাশিত স্বস্তি মেলেনি দামে। শেষ দিনের বাজার ঘুরে এক কথায় বলা যায়— ক্রেতাদের ভিড় ছিল উপচে পড়া, কিন্তু স্বস্তি ছিল না দামে।
Leave a Reply