এনএনবি : হোয়াইট হাউজ ২০ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে, যা গাজায় ইসরায়েলের যুদ্ধ অবিলম্বে থামিয়ে দিতে পারে বলে দাবি করেছে তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রস্তাব সমর্থন করেছেন। আর ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসকে প্রস্তাবটি দেওয়া হয়েছে। এই শান্তি প্রস্তাব নিয়ে বিশ্বে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে: ইসরায়েল : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রস্তাবটি সমর্থন করেছেন। তিনি বলেন, ইসরায়েলের যুদ্ধের লক্ষ্য এই প্রস্তাবে অর্জিত হয়েছে।
এর ফলে সব জিম্মি ইসরায়েলে ফেরত আসবে। হামাসের সামরিক সক্ষমতা নির্মূল হবে, রাজনৈতিক শাসনের অবসান হবে এবং গাজা আর কখনও ইসরায়েলের জন্য হুমকি হয়ে না ওঠা নিশ্চিত হবে। ফিলিস্তিন কর্তৃপক্ষ : ফিলিস্তিন কর্তৃপক্ষের বিবৃতি প্রকাশ করা হয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফায়। এতে বলা হয়েছে, “ফিলিস্তিন রাষ্ট্র গাজা যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আন্তরিক ও সুদৃঢ় চেষ্টাকে স্বাগত জানাচ্ছে।
শান্তির পথ খুঁজে পেতে ট্রাম্পের সক্ষমতায় ফিলিস্তিন তাদের আস্থা নিশ্চিত করছে।
ইসরায়েলি অর্থমন্ত্রী : বেজালেল স্মোট্রিচ বলেছেন, “এ এক ঐতিহাসিকভাবে হারানো সুযোগ… এবং আমার ধারণা, এটি কান্নায় গড়াবে। আমাদের সন্তানরা আবার গাজায় লড়াই করতে বাধ্য হবে।” “আমরা পরামর্শ করব, বিবেচনা করব এবং ঈশ্বরের ইচ্ছায় সিদ্ধান্ত নেব। তবে গতকাল থেকে যে উল্লাস চলছে তা অদ্ভুত।” ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান : ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা পরিকল্পনা স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একটি সুযোগ। এটি যুদ্ধ অবিলম্বে থামার সবচেয়ে ভাল সুযোগ এনে দিয়েছে। প্রস্তাবটি সফল করতে ইইউ সহায়তা করতে প্রস্তুত। ইসরায়েল শান্তি পরিকল্পনাটি সই করেছে। হামাসেরও এখন উচিত দেরি না করে এটি গ্রহণ করা এবং জিম্মিদের অবিলম্বে মুক্তি দিয়ে প্রস্তাবের বাস্তবায়ন শুরু করা। আমিরাত, সৌদি আরব, কাতার, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক : এই দেশগুলো এক যৌথ বিবৃতি দিয়ে বলেছে, “তাদের মন্ত্রীরা শান্তি চুক্তি চূড়ান্ত করা এবং বাস্তবায়ন করতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পক্ষের সঙ্গে ইতিবাচক এবং গঠনমূলকভাবে কাজ করতে প্রস্তুত থাকার নিশ্চয়তা দিচ্ছে, যেভাবে কাজ করলে ওই অঞ্চলের মানুষের জন্য স্থিতিশীলতা, নিরাপত্তা ও শান্তি নিশ্চিত হয়।” গাজায় যুদ্ধ শেষ করা, অবাধে মানবিক ত্রাণ সরবরাহ, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি বন্ধ করা, জিম্মি মুক্তি, সব পক্ষের নিরাপত্তা নিশ্চিত করতে একটি নিরাপত্তা ব্যবস্থা গড়া, ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার করা, গাজা নতুন করে গড়ে তোলা এবং দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের ভিত্তিতে ন্যায্য শান্তির পথ সৃষ্টি করা যার আওতায় গাজা পশ্চিম তীরকে নিয়ে পুরোপুরি একটি ফিলিস্তিন রাষ্ট্র হতে পারে- সে লক্ষ্যেও এই দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার যৌথ প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। জাতিসংঘ মুখপাত্র : জেনিভায় জাতিসংঘের মুখপাত্র অ্যালেজান্দ্রা ভেলুসি বলেন, আমরা সব পক্ষের সঙ্গে সংযোগ রেখেও চলেছি। শান্তি প্রচেষ্টা নিয়ে বহু পক্ষের সঙ্গে যোগাযোগে আছি। কারণ, বস্তুত আমরা সব মধ্যস্থতার প্রচেষ্টাকে স্বাগত জানাই। আর অবশ্যই আমরা যে কোনও শান্তি পরিকল্পনা সমর্থন করতে প্রস্তুত সেই সবকিছু দিয়ে যা আমরা করতে পারি, যার মধ্যে মানবিক সহায়তার ব্যবস্থা করাও রয়েছে। তুরস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান বলেছেন, ‘গাজায় রক্তপাত বন্ধ ও যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রচেষ্টা ও নেতৃত্বকে আমি সাধুবাদ জানাই। তুরস্ক ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এ প্রক্রিয়ায় অবদান রাখতে থাকবে। জার্মানি : জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস বলেছেন, “আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনাকে স্বাগত জানাই। এ পরিকল্পনা যুদ্ধ শেষ করার সর্বোত্তম পথ। ইসরায়েল এ পরিকল্পনাকে সমর্থন করেছে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগামী পদক্ষেপ। এখন হামাসকে রাজি হতে হবে এবং শান্তির পথ পরিষ্কার করতে হবে।”ফ্রান্স : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ বলেন, “গাজায় যুদ্ধ শেষ করতে ও সব জিম্মিকে মুক্ত করতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতিকে আমি স্বাগত জানাই। আশা করি, ইসরায়েল এই ভিত্তিতে দৃঢ়ভাবে সম্পৃক্ত হবে। হামাসের অবিলম্বে সব জিম্মি মুক্তি দেওয়া এবং এ পরিকল্পনা মেনে চলা ছাড়া কোনও উপায় নেই। এ ধাপগুলোই ওই অঞ্চলে দুই রাষ্ট্র সমাধানের ভিত্তিতে স্থায়ী শান্তির জন্য গভীর আলোচনার পথ সুগম করবে, যা ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে জাতিসংঘের ১৪২ সদস্য রাষ্ট্র অনুমোদন করেছে।” যুক্তরাজ্য : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, “গাজায় যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগকে গভীরভাবে স্বাগত জানাই এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমি কৃতজ্ঞ। আমরা গাজায় যুদ্ধ থামানো, জিম্মিদের মুক্তি এবং গাজার জনগণের জন্য জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য তার (ট্রাম্প) প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করি।” এগুলো আমাদের শীর্ষ অগ্রাধিকারের বিষয় এবং তা অবিলম্বে ঘটা উচিত।”
ইতালি : ইতালি সরকার বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা মোড় পরিবর্তন ঘটাতে পারে। বৈরিতা স্থায়ীভাবে বন্ধের পথ খুলে দিতে পারে।
অবিলম্বে সব জিম্মির মুক্তি হতে পারে এবং বেসামরিক নাগরিকদের জন্য পূর্ণ ও নিরাপদ মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ করে দিতে পারে। ওদিকে, হামাস যারা ২০২৩ সালের ৭ অক্টোবরে বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালানোর মধ্য দিয়ে গাজায় যুদ্ধের সূচনা করেছিল, তারা এখন জিম্মি মুক্তি দিয়ে, নিরস্ত্র হয়ে এবং গাজার ভবিষ্যৎ শাসনকাজে কোনও ভূমিকা না রাখতে রাজি হওয়ার মধ্য দিয়ে এই যুদ্ধ শেষ করার সুযোগ পাচ্ছে।
স্পেন : প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, “গাজা সংকটে যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তি প্রস্তাবকে স্পেন স্বাগত জানায়। আমাদেরকে এই ভয়াবহ কষ্টের অবসান ঘটাতে হবে।
সহিংসতা থামানোর এখনই সময়, সব জিম্মিকে অবিলম্বে মুক্ত করতে হবে এবং মানবিক সাহায্য সাধারণ মানুষের কাছে পৌঁছাতে দিতে হবে। দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানই একমাত্র সম্ভাব্য সমাধান, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন পাশাপাশি শান্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করবে।”
Leave a Reply