কাগজ প্রতিবেদক ॥ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী বুধবার বিকেলে কুমারখালী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। মন্দির পরিদর্শন কালে তিনি হিন্দু সম্প্রদায়ের খোঁজখবর নেন এবং পুঁজা কমিটির সাথে বিভিন্ন জাতীয় ইস্যুতে মতবিনিময় করেন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা আমাদের ঐতিহ্য ধরে রাখতে বদ্ধপরিকর। এসময় তাঁর সাথে ছিলেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও কুমারখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার সামসুজ্জাহিদ, কুমারখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিলাল উদ্দিন এবং কুমারখালী থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply