আলমডাঙ্গা ব্যুরো ॥ বেলা তখন দুপুর ১২টা। চুয়াডাঙ্গার সদর উপজেলার কাথুলী গ্রামের একটি বাড়ির আঙিনায় হঠাৎ ভিড় জমে ওঠে। খাঁচার ভেতর থেকে টিয়া আর ঘুঘুর করুণ ডাক যেন জানিয়ে দিচ্ছিল তাদের বন্দিদশার কষ্টের গল্প। আর ঠিক তখনই উপজেলা প্রশাসন, বন বিভাগ ও পরিবেশবাদী সংগঠনের যৌথ অভিযানে উদ্ধার হলো প্রায় ৫০টি হিরামন টিয়া ও ৩টি ঘুঘু।অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ। সঙ্গে ছিলেন বন বিভাগের কর্মকর্তারা, পরিবেশ ও বন্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন পানকৌড়ি কনজারভেশন ক্লাব ও জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা আলমডাঙ্গার সদস্যরা। উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি বখতিয়ার হামিদ, সদস্য ছাব্বির ও পারভেজ, যুব সংস্থার সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান ও সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান।স্থানীয়রা জানান, ওই গ্রামের জহরুল ইসলাম ঝুজোর ছেলে সোহাগ দীর্ঘদিন ধরে বন্য পাখি শিকার ও পাচারের সঙ্গে জড়িত। তাকে বহুবার সতর্ক করা হলেও সে থামেনি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার তার বাড়িতে অভিযান চালানো হয়। তবে অভিযানের আগেই সোহাগ পালিয়ে যায়।অভিযান শেষে খাঁচাভর্তি পাখিগুলোকে যখন খোলা আকাশে উড়িয়ে দেওয়া হলো, তখন এক অনন্য দৃশ্যের জন্ম হয়। মুক্ত ডানায় তারা উড়তে শুরু করলে উপস্থিত জনতার মুখে ভেসে ওঠে আনন্দের হাসি। শিশু থেকে শুরু করে প্রবীণ সবাই দেখলেন, প্রকৃতির ডাকে সাড়া দিয়ে টিয়া আর ঘুঘুরা আবার ফিরে গেল তাদের নিজস্ব আবাসে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানিয়েছেন, সোহাগকে দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ বলেন, “বন্যপ্রাণী হত্যা, শিকার বা পাচার কোনোভাবেই সহ্য করা হবে না। এটি দেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। সবাইকে সচেতন হতে হবে।”দিনের শেষে খাঁচা খালি হলেও আকাশ ভরে গেল রঙিন ডানার উড়াউড়িতে। প্রকৃতি যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল—কারণ মানুষ এবার দাঁড়িয়েছে বন্যপ্রাণীর পাশে।
Leave a Reply